সংস্কৃত ধাতুরূপ

আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত ধাতুরূপ

Table of Contents

সংস্কৃত ধাতুরূপ

 

সংস্কৃত ধাতুরূপ

 

সংস্কৃত ধাতুরূপ

কর্তৃবাচ্যে সংস্কৃত ধাতুগুলো তিন প্রকার পরস্মৈপদী, আত্মনেপদী ও উভয়পদী । বর্তমান কাল বোঝাতে লট্, অতীত কাল বোঝাতে লঙ্, ভবিষ্যৎ কাল বোঝাতে লৃট, বর্তমান অনুজ্ঞা বোঝাতে লোট্‌ এবং ঔচিত্য অর্থে বিধিলিঙ্-এর প্রয়োগ হয় । ধাতুর সঙ্গে বিভিন্ন তি বিভক্তি যুক্ত হয়ে ধাতুরূপ গঠিত হয় ।

নিম্নে তি বিভক্তির আকৃতি প্রদর্শিত হল :

পরস্মৈপদ

লট্

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • তি
  • তস্
  • অন্তি

লোট

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • তু
  • তাম্‌
  • অভু

লঙ্

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • দৃ (ৎ)
  • তাম্
  • অন্

প্রচ্ছ (প্রশ্নকরা, জিজ্ঞেস করা) – পরস্মৈপদী

লট্

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • পৃচ্ছতি
  • পৃচ্ছতঃ
মধ্যমপুরুষ
  • পৃচ্ছসি
  • পৃচ্ছথঃ
  • পৃচ্ছথ
মধ্যমপুরুষ
  • পৃচ্ছসি
  • পৃচ্ছথঃ
  • পৃচ্ছথ
উত্তমপুরুষ
  • পুচ্ছামি
  • পৃচ্ছাবঃ
  • পৃচ্ছামঃ

কৃ (করা)-উভয়পদী পরস্মৈপদী

লট্

বচন
  • দ্বিবচন
  • একবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • করোতি
  • কুতঃ
মধ্যমপুরুষ
  • করোধি
  • কুরথঃ
  • কুরুখ
উত্তমপুরুষ
  • করোমি

লোট্

বচন
  • দ্বিবচন
  • একবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • করোতু
  • কুরু তাম্‌
মধ্যমপুরুষ
  • কুরুতম্
  • কুরুত
উত্তমপুরুষ
  • করবাণি
  • করবাব
  • করবাম

দৃশ (দেখা)—পরস্মৈপদী

লট্

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • পশ্যতি
  • পশ্যতঃ
  • পশ্যন্তি
মধ্যমপুরুষ
  • পশ্যসি
  • পশ্যথঃ
  • পশ্যথ
উত্তমপুরুষ
  • পশ্যামি
  • পশ্যামঃ
  • পশ্যামঃ

লোট্

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • পশ্যতু
  • পশ্যতাম্‌
  • পশ্যন্ত
মধ্যমপুরুষ
  • পশ্য
  • পশ্যতম
  • পশ্যত
উত্তমপুরুষ
  • পশ্যানি
  • পশ্যাৰ
  • পশ্যাম

পা (পান করা)- পরস্মৈপদী

 

সংস্কৃত ধাতুরূপ

 

বচন
  • একবচন
  • দ্বিবচন
  • বহুবচন
প্রথমপুরুষ
  • পিবতি
  • বিপতঃ
  • পিবত্তি
মধ্যমপুরুষ
  • পিবসি
  • পিবদ্ধ
উত্তমপুরুষ
  • পিরামি
  • পিবাৰঃ
  • পিবামঃ

ধাতুরূপের বাক্যে প্রয়োগ

সে জিজ্ঞেস করেছিল – সঃ অপৃচ্ছৎ। বিশ্রাম কর – বিশ্রামং কুরু। আমরা চাঁদ দেখছি – বয়ং চন্দ্ৰং পশ্যামঃ । – তারা পান করে তে পিবন্তি। আমি হাসব – অহং হসিষ্যামি। বালকটি বলেছিল – বালকঃ অবদৎ। মালবিকা লিখবে – মালবিকা লেখিষ্যতি । পাতা পড়ে – পত্রং পততি । পাখি ডাকে – বিগহঃ কূজতি। আমি খাব – অহং – – খাদিষ্যামি। সূর্য দীপ্তি পাচ্ছে – সূর্যঃ দীপ্যতে। তোমার শোয়া উচিত – ত্বং শয়ীথাঃ ।

অনুশীলনী

শুদ্ধ উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) পরস্মৈপদে লোট্-এ মধ্যম পুরুষের একবচনে তি বিভক্তির আকৃতি- তু/অন/হি/ত।

(খ) পরস্মৈপদে লঙ্-এ প্রথম পুরুষের একবচনে তি বিভক্তির রূপ- স্/5/হি/আনি ।

(গ) আত্মনেপদে লোট্-এ উত্তমপুরুষের বহুবচনে তি বিভক্তির রূপ- আমহৈ/আবহৈ/বহৈ/মহৈ ।

(ঘ) বৃৎ-ধাতুর ল-এ উত্তমপুরুষের একবচনের রূপ- বর্তামহে/বর্তাবহে/বর্তৈ/বর্তে।

(ঙ) জন্ ধাতুর লঙ্-এ প্রথম পুরুষের একবচনের রূপ- অজায়ত/অজায়তে/অজায়স্থ/অজায়তাম্ ।

বাক্য রচনা কর :

পৃচ্ছামি, কুর্বঃ, অপশ্যৎ, পশ্যামি, শেতে।

সংস্কৃতে অনুবাদ কর :

(ক) আমি জিজ্ঞেস করব। (খ) আমরা চাঁদ দেখছি। (গ) গরুটি জলপান করেছিল। (ঘ) মাধবী লিখবে। (ঙ) পাখি ডাকে ।

বাংলায় অনুবাদ কর :

(ক) বিশ্রামং কুরু। (খ) কমলা নদীম্‌ অপশ্যৎ। (গ) তে জলং পাস্যস্তি। (ঘ) পত্রং পততি। (ঙ) সূর্যঃ দীপ্যতে।

নির্দেশ অনুযায়ী ধাতুরূপ লেখ :

(ক) লট্ বিভক্তিতে পা-ধাতুর উত্তমপুরুষের বহুবচনের রূপ ।

(খ) লঙ্-বিভক্তিতে মধ্যমপুরুষের একবচনে প্রচ্ছ-ধাতুর রূপ।

(গ) বিধিলি-বিভক্তিতে মধ্যমপুরুষের বহুবচনে দৃশ্-ধাতুর রূপ ।

(ঘ) লঙ্-বিভক্তিতে হস্-ধাতুর মধ্যমপুরুষের একবচনের রূপ।

(ঙ) লট্-বিভক্তিতে রম্ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ ।

(চ)বিধিলি-বিভক্তিতে খাদ্ ধাতুর উত্তমপুরুষের একবচনের রূপ।

(ছ)হুট্-বিভক্তিতে বৃৎ-ধাতুর আত্মনেপদে মধ্যমপুরুষের একবচনের রূপ।

(জ) লট্-বিভক্তিতে যুধ-ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) কিভাবে ধাতুরূপ গঠিত হয়?

(খ) আত্মনেপদে লঙ্-এ মধ্যমপুরুষের একবচনে কৃ-ধাতুর রূপ কি?

(গ) দৃশ-স্থানে কোথায় কোথায় ‘পশ্য’ হয়?

(ঘ) পা-ধাতুর কোন্ কোন্ ক্ষেত্রে ‘পিব’ হয়?

(ঙ) চর্-ধাতুর রূপ কোন্ ধাতুর মত?

(চ) বৃৎ-ধাতু কোন্ পদী?

(ছ) যুধ-ধাতুর রূপ কোন্ ধাতুর মত?

(জ) ল-এ জন্-ধাতুর প্রথমপুরুষের একবচনের রূপ কি?

৭ ।লট্-এ শী-ধাতুর রূপ লেখ ।

৮ । লুট্‌ পরস্মৈপদে বৃৎ-ধাতুর রূপ লেখ ।

৯ ।লট্-এ কূজ্-ধাতুর রূপ লেখ ।

১০। লোট্-এ হস্-ধাতুর রূপ লেখ ।

১১। বিধলিঙ্-এ পা-ধাতুর রূপ লেখ ।

 

সংস্কৃত ধাতুরূপ

 

১২। লূট্-এ দৃশ-ধাতুর রূপ লেখ ।

১৩। লঙ্ পরস্মৈপদে কৃ-ধাতুর রূপ লেখ ।

১৪। লট্‌-এ সকল পুরুষ ও বচনে ও প্রচ্ছ-ধাতুর রূপ লেখ ।

আরও দেখুন :

 

Leave a Comment