সংস্কৃত বসন্তকাল

আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত বসন্তকাল

সংস্কৃত বসন্তকাল

 

সংস্কৃত বসন্তকাল

 

সংস্কৃত বসন্তকাল

বাংলাদেশে ষট্ ঋতবঃ সস্তি। তেষু বসন্ত এব শ্রেষ্ঠঃ। স ঋতুরাজ ইতি উচ্যতে। শীতাৎ পরং বসন্তঃ সমায়াতি। অস্মিন্ কালে পৃথিবী অতীব শোভাময়ী ভবতি। বৃক্ষেষু জায়তে নবানি পত্রাণি। কাননে উদ্যানে চ বিচিত্রাণি পুষ্পাণি বিকশন্তি। সুগন্ধঃ বায়ুর্বাতি। সরোবরস্য জলং ভবতি নির্মলম্। অত্র প্রস্ফুটন্তি মনোহরাণি কমলানি। মধুকরাঃ গুঞ্জন্তি সানন্দম্। তে পুষ্পেভ্যো মধু আহরন্তি রচয়ন্তি চ মধুচক্রম্।

দক্ষিণস্যাঃ দিশো বহতি মলয়পবনঃ। বিহগাঃ কূজন্তি মধুরম্। কোকিলাঃ মধুরেণ কুহুরবেণ মুখরক্তি দশ দিশঃ। অস্মিন্ কালে ফাল্গুনীপূর্ণিমায়াং ভবতি দোলোৎসবঃ। তদা সর্বে অনুভবস্তি আনন্দম্। অতো ভগবান্ শ্রীকৃষ্ণঃ অবদৎ, “অহং ঋতূনাং কুসুমাকরঃ। ”

অনুশীলনী

শব্দার্থ :

ঋতবঃ – ঋতুসমূহ। শোভাময়ী — সুন্দরী। বৃক্ষেষু — বৃক্ষসমূহে। জায়তে – জন্মে। বাতি – প্রবাহিত – হয়। মধুকরাঃ – মৌমাছিরা। মধুচক্রম্ – চৌমাক । তদা · তখন। কুসুমাকরঃ – বসন্ত ।

ব্যাকরণ

সন্ধি বিচ্ছেদ :

বায়ুর্বাতি = বায়ুঃ + বাতি। দোলোৎসবঃ = দোল + উৎসবঃ। পুষ্পেভ্যো মধু = পুষ্পেভ্যঃ + মধু। অতো ভগবান্ = অতঃ + ভগবান্ । কুসুমাকরঃ = কুসুম + আকরঃ।

কারণসহ বিভক্তি নির্ণয় :

তেষু – নির্ধারণে ৭মী। বৃক্ষেষু – অধিকরণে ৭মী। সরোবরস্য – সম্বন্ধে ৬ষ্ঠী। পুষ্পেভ্যঃ –  অপাদানে ৫মী। মধুচক্র – কর্মে ২য়া। মধুরম্ – ক্রিয়াবিশেষণে ২য়া। ঋতুনাং – নির্ধারণে ৬ষ্ঠী।

ব্যাসবাক্যসহ সমাসের নাম :

ঋতুরাজঃ — ঋতূনাং রাজা (৬ষ্ঠী তৎ)। সুগন্ধঃ – সু (শোভনঃ) গন্ধঃ যস্য সঃ (বহুব্রীহি)। মধুকরাঃ – মধু কুর্বন্তি যে (উপপদতৎ)। কুসুমাকরঃ – কুসুমস্য আকরঃ (৬ষ্ঠী তৎ)।

 

সংস্কৃত বসন্তকাল

 

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) ঋতুরাজ বলা হয় বর্ষাকে/শরৎকে/হেমন্তকে/বসন্তকে।

(খ) বসন্তকালে মনোহর কমল প্রস্ফুটিত হয় সরোবরে/নদীতে/সমুদ্রে/গোষ্পদে।

(গ) দোলোৎসব হয় চৈত্র মাসের/ফাল্গুন মাসের/মাঘ মাসের/আশ্বিন মাসের পূর্ণিমায়।

(ঘ) কোকিলের শব্দকে বলা হয় হেষা/কুহু/বৃংহণ/কূজন ।

(ঙ) শ্রীকৃষ্ণ বলেছেন, “ঋতুসমূহের মধ্যে আমি শরৎ/হেমন্ত/শীত/কুসুমাকর।”

বাক্য গঠন কর :

বসন্তঃ, পত্রাণি, বিকশক্তি, বিহাঃ, শ্ৰীকৃষ্ণঃ।

শব্দার্থ লেখ :

কুসুমাকরঃ, জায়তে, বৃক্ষেষু, বাতি, ঋতবঃ।

সন্ধি বিচ্ছেদ কর :

দোলোৎসবঃ, অতো ভগবান্, বায়ুর্বাতি, কুসুমাকরঃ।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

পুষ্পেভ্যঃ, মধুরম্, ঋতূনাং, মধুচক্রম্, সরোবরস্য।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :

কুসুমাকরঃ, ঋতুরাজঃ, সুগন্ধঃ, মধুকরাঃ।

নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও :

(ক) কোন্ ঋতুকে ঋতুরাজ বলা হয়?

(খ) কখন বসন্তের সমাগম হয় ?

(গ) বসন্তকালে সরোবরের জল কেমন হয়?

 

সংস্কৃত বসন্তকাল

 

(ঘ) মধুকর কোথা থেকে মধু আহরণ করে?

(ঙ) মলয়পবন কোন্ দিক থেকে প্রবাহিত হয়?

আরও দেখুন :

 

Leave a Comment