Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণের অংশগ্রহণমূলক পদ্ধতি: প্রশ্নোত্তর, আলোচনা ও প্রদর্শন, আরোহী ও অবরোহী, গাঠনিক প্রভৃতি

আমাদের আজকের আলোচনার বিষয় আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণের অংশগ্রহণমূলক পদ্ধতি: প্রশ্নোত্তর, আলোচনা ও প্রদর্শন, আরোহী ও অবরোহী, গাঠনিক প্রভৃতি – যা আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণের পাঠদান পদ্ধতি ও কলাকৌশল এর অন্তর্ভুক্ত।

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণের অংশগ্রহণমূলক পদ্ধতি: প্রশ্নোত্তর, আলোচনা ও প্রদর্শন, আরোহী ও অবরোহী, গাঠনিক প্রভৃতি

 

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণ

 

বর্তমানে সারা বিশ্বে অংশগ্রহণমূলক আধুনিক শিক্ষণ-শিখন পদ্ধতি ব্যবহার করে শিক্ষক শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন। যে শিক্ষণ শিখন পদ্ধতিতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিখন সামগ্রীর সহায়তায় তাদের যোগ্যতা, মনস্তাত্বিক ধারণ ক্ষমতা,আগ্রহ, প্রবণতা ইত্যাদি অনুয়ায়ী সক্রিয়তা, স্বাধীনতা, সৃজনশীলতা এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে জ্ঞান অর্জন করে তাকে অংশগ্রহণমূলক শিক্ষণ-শিখন পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে শিক্ষক একজন সহায়তাকারীর ভূমিকা পালন করে থাকেন।

অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতির মধ্যে প্রশ্নোত্তর, আলোচনাও প্রদর্শন, আরোহী ও অবরোহী, গাঠনিক, ভূমিকাভিনয়, মাথা খাটানো, সমস্যা সমাধান, একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, তালিকা প্রণয়ন, পোস্ট বক্স জিগসো উল্লেখযোগ্য। এ পাঠে আমরা প্রশ্নোত্তর, আলোচনা ও প্রদর্শন এবং আরোহী ও অবরোহী পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

প্রশ্নোত্তর পদ্ধতি

পূর্বকাল থেকেই সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি হিসেবে বক্তৃতা পদ্ধতির ব্যবহার বাংলাদেশসহ সারা বিশ্বে প্রচলিত। আধুনিক শিক্ষণ কার্যক্রমে এ পদ্ধতির সীমাবদ্ধতা ও সমস্যাগুলো দূর করার উদ্যোগ নেওয়া হয় । এরই অনুক্রমে এসেছে প্রশ্নোত্তর পদ্ধতি যা বক্তৃতা পদ্ধতির সীমাবদ্ধতা থেকে উত্তরণের একটা ধাপ বিশেষ। আধুনিক যুগে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশে প্রশ্নোত্তর পদ্ধতি সফলতার সাথে প্রয়োগ হচ্ছে। শ্রেণি পাঠদানে এ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হয়। ফলে এটি একটি আধুনিক অংশগ্রহণমূলক উত্তম পদ্ধতি হিসেবে বিবেচিত হয়।

শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থী পরস্পরের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে কোনো বিষয়ে ধারণা গঠন, দক্ষতা অর্জন ও আচরণের পরিবর্তন করার প্রক্রিয়াকে প্রশ্নোত্তর পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে আলোচ্য পাঠকে কেন্দ্র করে কতগুলো ছোট ছোট প্রশ্ন করা হয়, সে সব প্রশ্নের জবাব দিতে দিতে শিক্ষার্থীরা মূল বিষয়বস্তু অনুধাবনে তৎপর হয়। এ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই পাঠে সক্রিয় থাকতে হয়। এটি একটি দ্বিমূখী প্রক্রিয়া। এ পদ্ধতিকে পৃথকভাবে প্রয়োগ করা যায় আবার অন্যান্য পদ্ধতিকে কার্যকর করার জন্যও প্রশ্নোত্তর কৌশল ব্যবহার করা হয়।

প্রশ্নোত্তর পদ্ধতির বৈশিষ্ট্য

প্রশ্নোত্তর পদ্ধতির সুবিধা

প্রশ্নোত্তর পদ্ধতির অসুবিধা

প্রশ্নোত্তর পদ্ধতির উপরোল্লিখিত সুবিধাগুলো থাকা সত্ত্বেও এ পদ্ধতি প্রয়োগে কিছু অন্তরায় ও রয়েছে, সেগুলো হলো:

আপনি কীভাবে শ্রেণিতে প্রশ্নোত্তর পদ্ধতিকে অধিক কার্যকর করতে পারেন?

আলোচনা পদ্ধতি

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষাদানে অংশগ্রহণমূলক পদ্ধতিগুলোর মধ্যে আলোচনা পদ্ধতি অন্যতম। শিক্ষক শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণে এ পদ্ধতি সফলভাবে প্রয়োগ করা গেলে পাঠটি উপভোগ্য হতে পারে। এ পদ্ধতিতে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়। সাধারণ অর্থে কোনো একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে কয়েকজনের মিলিত চিন্তা ও পারস্পরিক কথোপকথনকেই বলা হয় আলোচনা।

যে পদ্ধতি অনুসরণ করে পাঠ্য বিষয়বস্তুর মূলবক্তব্য শিক্ষার্থীরা নিজেরা একে অপরের সাথে আলোচনা করে আয়ত্ত্ব করতে পারে এবং তা আয়ত্ত্ব করতে সমস্যার সম্মুখীন হলে শিক্ষকের পরামর্শ, নির্দেশনা গ্রহণ করে ও তাঁর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সঠিক সমাধান বের করতে পারে তাকে আলোচনা পদ্ধতি বলে।

এ পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মতামত দেয় এবং আলোচনার মাধ্যমে কঠিন বিষয়কে সহজে আয়ত্ত্ব করতে পারে। আলোচনার প্রক্রিয়াটি চলে শিক্ষকের তত্ত্বাবধানে ও দলনেতার পরিচালনায়। এ পদ্ধতিতে শিক্ষক শক্ষার্থী উভয়ই সক্রিয় ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেদের চেষ্টায় শিখতে পারে বলে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায় এবং শিখন স্থায়ী হয়।

 

 

 

এখন আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো নিজে বের করুন।

আলোচনা পদ্ধতির সুবিধা

আলোচনা পদ্ধতির সুবিধাগুলো নিম্নরূপ:

আলোচনা পদ্ধতির অসুবিধা

প্রদর্শন পদ্ধতি

শ্রেণি পাঠদানে কোনো বাস্তব ঘটনা বা বিষয় প্রত্যক্ষভাবে উপস্থাপনের প্রক্রিয়াকে প্রদর্শন পদ্ধতি বলে। আরবি শিক্ষাদানে প্রদর্শন পদ্ধতিকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এ পদ্ধতিতে পাঠ উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদেরকে বাস্তবে দেখানো। বক্তৃতা পদ্ধতির পরিপূরক হিসেবে এ পদ্ধতির ব্যবহারে শ্রেণি পাঠদান বৈচিত্র্যময় হয়ে উঠে।

প্রদর্শন পদ্ধতিতে শিক্ষক উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষাপোকরণের সাহায্যে এবং মৌখিক বিবৃতির মাধ্যমে বিষয়বস্তু শিক্ষার্থীদের হৃদয়ঙ্গম করাতে সচেষ্ট হন এবং বিষয়বস্তুটি শিক্ষার্থীরা বাস্তবে কীভাবে প্রয়োগ করবে তা হাতে কলমে ধারাবাহিকভাবে দেখিয়ে দেন।

প্রদর্শন পদ্ধতির বৈশিষ্ট্যাবলি

 

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণ

 

প্রদর্শন পদ্ধতির সুবিধা

আরও দেখুনঃ

 

Exit mobile version