Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

আরবি শিক্ষণে মাদরাসাভিত্তিক মূল্যযাচাই (MBA)

আমাদের আজকের আলোচনার বিষয় আরবি শিক্ষণে মাদরাসাভিত্তিক মূল্যযাচাই (MBA) – যা অগ্রগতি ও পারদর্শিতার মূল্যায়ন এর অন্তর্ভুক্ত।

আরবি শিক্ষণে মাদরাসাভিত্তিক মূল্যযাচাই (MBA)

 

 

মাদরাসাভিত্তিক মূল্যযাচাই: Madrasah Based Assessment

গাঠনিক মূল্যায়নের অন্যতম প্রধান প্রক্রিয়াই হল মাদরাসাভিত্তিক মূল্যযাচাই বা Madrasah Based Assessment (MBA)। MBA-এর ব্যবহারিক সুবিধা অনেক। বর্তমানে অনেক সংশোধন এবং সংস্করণের মাধ্যমে প্রধানত ৬টি বিবেচ্য দিক নিয়ে মাদরাসা পর্যায়ে কার্যক্রম প্রবর্তিত। এর প্রয়োগে নির্বাহী কর্মকর্তা হলেন মাদরাসা বিষয় শিক্ষক। সাধারণত মাদরাসাভিত্তিক মূল্যযাচাই বলতে বিষয় শিক্ষকের একান্ত তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অর্জন অগ্রগতির পরিপূর্ণ মূল্যায়ন করার সামগ্রিক প্রক্রিয়াকেই বোঝানো হয়।

অর্থাৎ বছরে একবার দু’বার কিংবা তিনবার লিখিত পরীক্ষা গ্রহণের পরিবর্তে শ্রেণি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের জন্য বিষয় শিক্ষক কর্তৃক সারা বছর ব্যাপী গাঠনিক মূল্যায়নের বিভিন্ন কৌশল প্রয়োগ করে শিক্ষার্থীর বৌদ্ধিক, আবেগিক, আচরণিক এবং মনোপেশী দক্ষতার পরিমাপকরণের সার্বিক ধারাবাহিক প্রক্রিয়াকেই মাদরাসাভিত্তিক মূল্যযাচাই বা Madrasah Based Assessment (MBA) বলে। MBA মূলত শিক্ষাক্রমে বর্ণিত শিক্ষণ-শিখন উদ্দেশ্য অর্জনের জন্য মাদরাসা বিষয় শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের উপর প্রবর্তিত ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া। এতে শিক্ষক-শিক্ষার্থী জড়িত।

মাদরাসাভিত্তিক মূল্যযাচাই-এর লক্ষ্য উদ্দেশ্য: Goals- Objectives of MBA

বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা এবং মূল্যায়ন প্রক্রিয়ার উন্নয়নের তাগিদে শিক্ষার্থীদের যথার্থ মূল্যযাচাই করার ক্ষেত্রে অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্যই প্রবর্তন করা হয়েছে।

নিচে মাদরাসা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যগুলো উল্লেখ করা হল-

MBA-এর ক্ষেত্রসমূহ: Fields of MBA

আধুনিক শিক্ষাবিদগণ বিভিন্ন ধরনের যাচাই-বাছাই সংশোধন এবং পরিমার্জন শেষে শিক্ষার্থীর শিক্ষণ-শিখন অগ্রগতি যাচাই-এর ক্ষেত্রে MBA-এর মূলত ৬টি বিবেচ্য দিক নির্ধারণ করেছেন যার উপরভিত্তি করে শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মূল্যযাচাই করতে পারবেন। নিচে নম্বরসহ দিকগুলো উল্লেখ করা হল-

 

ক. শ্রেণি অভীক্ষা (অনিয়মিত)                           ০৫ নম্বর

খ. শ্রেণির কাজ (অংশগ্রহণমূলক)                     ০৫ নম্বর

গ. বাড়িরকাজ/নির্দেশিতকাজ                            ০৫ নম্বর

ঘ. এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ                        ০৫ নম্বর

ঙ. মৌখিক পরীক্ষা                                               ০৫ নম্বর

চ. দলগত কাজ                                                     ০৫ নম্বর

…………………………………………………………………………………..

=৩০ নম্বর

 

বুদ্ধিবৃত্তীয় ও মনোপেশীজ ক্ষেত্রের ধারাবাহিক মূল্যায়ন-

১. শ্রেণির কাজ;

২. বাড়ির কাজ ও অনুসন্ধানমূলক কাজ;

৩. শ্রেণি অভীক্ষা ।

শ্রেণির কাজ মূল্যায়ন

শ্রেণির কাজ হচ্ছে শিখন-শেখানো কার্যক্রম চলাকালীন সম্পাদিত সকল কাজ। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ এবং ব্যক্তিক আচরণ ও মূল্যবোধ ঘটানো ।

শ্রেণির কাজসমূহ হতে পারে-

 

 

শ্রেণির কাজে নম্বর সংরক্ষণ

শিক্ষক প্রতিটি পাঠ মূল্যায়ন করবেন। তবে রেকর্ড সংরক্ষণের জন্য শিক্ষক প্রতিটি বিষয়ের জন্য প্রতি সাময়িকে সর্বচ্চো নম্বরপ্রাপ্ত তিনটি শ্রেণির কাজ বিবেচনা করবেন।

অনুসন্ধানমূলক কাজ

শ্রেণি অভীক্ষা

 

 

আবেগিক ক্ষেত্রের ধারাবাহিক মূল্যায়ন

আরও দেখুনঃ

 

Exit mobile version