আমাদের আজকের আলোচনার বিষয় “কারক ও বিভক্তি “। যা “ব্যাকরণ” অধ্যায়ের অন্তর্ভুক্ত।
কারক ও বিভক্তি
কারক ও বিভক্তি
কারক
করোতি কিরিযং নিপাদেতীতি কারকং। যা ক্রিয়ার কার্য নিষ্পন্ন করতে সহায়তা করে তাকে কারক বলে। কারক ছয় প্রকার। যথা- কত্তা (কর্তা); কৰ্ম্ম (কর্ম); করণ (করণ); সম্পদান (সম্প্রদান); অপাদান (অপাদান) এবং ওকাস (অধিকরণ)।
স্বামী বা সম্বন্ধপদ এবং আলাপন বা সম্বোধন পদ ক্রিয়া নিষ্পন্ন করে না বলে এগুলো কারক নয়।
কর্তৃকারক
যো করোতি সো কত্তা যে ক্রিয়া সম্পাদন করে সে কর্তা। যথা পাঠদান করছেন। এখানে ‘মাতা’ কর্তৃকারক। – মাতা পুস্তং পঠাযতি। – মাতা পুত্রকে
কর্মকারক
যং করোতি তং কম্মং। কর্তার ক্রিয়ার দ্বারা যা হয় তাকে কর্মকারক বলে। যথা- সো ভত্তং ভুঞ্জতি। – সে ভাত খায়। এখানে ‘ভত্তং’ কর্ম কারক।
করণ কারক
যেন বা কযিরতে তং করণং। যার দ্বারা কর্তার ক্রিয়া নিষ্পন্ন হয়, তাকে করণ কারক বলে। যথা রখং ছিন্দতি। সে কুঠারের সাহায্যে বৃক্ষ ছেদন করছে। এখানে ‘ফরসুনা’ করণ কারক। – সো ফরসুনা
সম্প্রদান কারক
যস দাতুকামো রোচতে বা ধারযতে বা তং সম্পদানং। কর্তা যাকে দান করতে ইচ্ছা করে, যার প্রতি কর্তার রুচি উৎপন্ন হয় এবং কর্তা যার নিকট ঋণগ্রস্থ তাকে সম্প্রদান কারক বলে। যথা- ভিক্সস অনুং দেহি ।
– ভিক্ষুকে অন্ন দান কর। এখানে ‘ভিস’ সম্প্রদান কারক ।
অপাদান কারক
যমা দপেতি ভঝযমাদত্তে বা তদপাদানং । যা হতে দূরে গমন, ভীতি, গৃহীত হয় তাকে অপাদান কারক বলে। যথা- গামা অন্তর ধারতি চোরা চোরগুলো গ্রাম হতে অন্তর্ধান করছে। এখানে ‘গামা’ অপাদান কারক।
অধিকরণ কারক
যো ধারো তং ওকাসং। যা ক্রিয়ার আধার তার নাম ওকাস বা অধিকরণ কারক। যথা- আকাসে বিহগা বিচরস্তি। পাখিরা আকাশে বিচরণ করে। এখানে ‘আকাসে অধিকরণ কারক।
নিম্নে আরও কয়েকটি বিভিন্ন কারকের উদাহরণ দেওয়া হল ঃ
কর্তৃকারক :
১। রামো গচ্ছতি। রাম যাচ্ছে।
২। দারকো চন্দং পস্সতি। – বালক চন্দ্র দেখছে।
কর্মকারকঃ
১। দারকো চন্দং পস্সতি। – বালক চন্দ্র দেখছে।
২। সো গামং গচ্ছতি। – সে গ্রামে যাচ্ছে।
করণ কারক :
১। দারকো হচ্ছেন কম্মং করোতি। বালক হস্ত দ্বারা কাজ করে।
২। রামো পাদেন গচ্ছতি। – রাম পায়ের দ্বারা যাচ্ছে।
সম্প্রদান কারকঃ
১। উপাসকো ভিৎসস চীবরং দদাতি ।
উপাসক ভিক্ষুকে চীবর দান করছে।
২। রামো সমণসূস চীবরং দদাতি । রাম শ্রমণকে চীবর দান করছে।
অপাদান কারকঃ
১। রুদ্ধমা ফলানি পততি। – বৃক্ষ হতে ফল পড়ছে।
২। আচরিযতো সিস্সো সিং গগৃহাতি। – শিষ্য আচার্য থেকে শিক্ষা গ্রহণ করছে।
১। সীহো বনে বসতি। সিংহ বনে বাস করে।
অধিকরণ কারকঃ
২। ভিলেসু তেলং অখি। – তিলে তৈল আছে।
আরও দেখুনঃ