আমাদের আজকের আলোচনার বিষয় “উকারান্ত, ও-কারান্ত সর্বনাম ও সংখ্যাবাচক শব্দ “। যা “ব্যাকরণ” অধ্যায়ের অন্তর্ভুক্ত।
উকারান্ত, ও-কারান্ত সর্বনাম ও সংখ্যাবাচক শব্দ
শব্দরূপ
পালিতে লিঙ্গে সাত প্রকার বিভক্তি যুক্ত হয়। যথা :- প্রথমা, দ্বিতীয়া তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এক সংখ্যা বুঝালে একবচন ও একাধিক সংখ্যা বুঝালে বহুবচন। বচন ভেদে প্রত্যেক বিভক্তি দ্বিবিধ। সম্বোধন পদকে পালিতে ‘আলাপনং’ বলে।
বিভক্তির স্বরূপ
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছটঠি
সত্তমী
একবচন
সি
অং
না
স্মা, ম্হা
স
স
স্মি
বহুবচন
যো
যো
হি
নং
হি
নং
সু
উ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বিভক্তির আকৃতি
বিভক্তি
পঠমা
দুতিযা
ততিযা
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
উ
ং
না
সস, নো
না, স্মা, মহা
সস, নো
স্মিং, মহি
উ
বহুবচন
ঊ, ও
উ, ও
হি, ভি
নং
হি, ভি
নং
সু
ঊ, ও, এ
ভিক্খু (ভিক্ষু)
পঠমা
দুতিযা
ততিযা
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
ভিক্খু
ভিক্খুং
ভিক্খুনা
ভিক্খনো,ভিকখুসস
ভিক্খনা, ভিক্স্না, ভিক্খুম্হা
ভি্কখুনা, ভিক্সস
ভিক্খম্হি, ভিক্খস্মিং
ভিক্খু
বহুবচন
ভিক্ৠ, ভিক্খবো
ভিক্খু, ভিক্খবো
ভিক্ৠহি, ভিভি
ভিক্খন
ভিক্ৠহি, ভিকখূভি
ভিক্খনং
ভিকখূসু
ভিক্খবো, ভিক্ৠ, ভিক্খবে
পিতু (পিতা – Father )
পাঠমা
দুতিযা
ততিযা
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
পিতা
পিতরং, পিতং
পিতরা, পিতুনা
পিতু, পিতৃনো, পিতৃস্স
পিতরা, পিতুনা
পিতৃ, পিতৃনো, পিতৃসস
পিতরি
পিত, পিতা
বহুবচন
পিতরো
পিতরো, পিতরে
পিতৃহি পিতৃতি
পিতৃনং, পিতানং
পিতৃহি, পিতৃভি
পিতৃনং, পিতানং
পিতরেসু, পিতৃসু
পিতরো
উ – কারান্ত স্ত্রী – লিঙ্গ শব্দ
বিভক্তির আকৃতি
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
উ
ং
আ
আ
আ
আ
অং,আ
উ
বহুবচন
ঊ, যো
ঊ, যো
হি, ভি
নং
হি, ভি
নং
সু
ঊ,যো
ধেনু (গরু – Cow)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
ধেনু
ধেনুং
ধেনুযা
ধেনুযা
ধেনুযা
ধেনুযা
ধেনুযা,ধেনুযং
ধেনু
বহুবচন
ধেনু, ধেনুযো
ধেনু, ধেনুযো
ধেনুহি, ধেনুভি
ধেনূহি, ধেনুভি
ধেনুযা, ধেনুযং
ধেনুসু
ধেনুনং
ধেনূসু
মাতু (মাতা – Mother )
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
মাতা
মাতরং
মাতরা, মাতুয়া
মাতু, মাতুমা
মাতরা, মাতুয়া
মাতু, মাতুয়া
মাতুযং
মাত, মাতা
বহুবচন
বহুবচন
মাতা, মাতরো
মাতরো, মাতরো
মাতূহি, মাতুতি
মাতৃনং
মাতৃহি, মাতৃভি
মাতৃনং, মাতুন্নং
মাতরেসু, মাতৃসু
মাতরো, মাতা
দ্রষ্টব্য : যাগু, ধীতু, (দুহিতা), ধাতু, রজ্জু, বনু (বালি), বিচ্ছু, (বিদ্যুৎ), হনু, ইত্যাদি রূপ উপরোক্ত ধেনু মাতু শব্দের ন্যায় ।
উ – কারান্ত ক্লীবলিঙ্গ শব্দ
মধু (Honey)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
মধু
মধুং
মধুনা
মধুস, মধুনো
মধুনা, মধুমা, মধুম্হা
মধুস, মধুনো
মধুস্মিং, মধুহি
মধু
বহুবচন
মধূনি, মধু
মধুনি, মধু
মধূহি, মধুভি
মধূনং
মধূহি, মধূতি
মধূনং
মধূসু
মধুনি, মধু
আয়ু (আয়ুস্ – Age)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
আয়ু
আয়ুং
আয়ুনা, আয়ুসা
আয়ুসা, আয়ুনো
আযুম্মা, আযুম্হা
আয়ুস, আযূম্হা
আয়ুনি, আসি
আয়ু
বহুবচন
আযূনি, আ
আয়ূনি, আ
আযূহি, আযূতি
আয়ূনং
আযূহি, আযূতি
আযূহি, আযূতি
আসু
আয়ূনি, আয়ূ
দ্রষ্টব্য : ধনু, অস্সু (অশু), বন্ধু (গল্প) ইত্যাদি রূপ উপরোক্ত মধু এবং আয়ু শব্দের ন্যায়।
উ – কারান্ত পুংলিঙ্গ শব্দ
সযস্তু (বুদ্ধের নাম)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
সম্পূ
সযম্পুং
সযম্পুনা
সযস্তূনো, সয
সযম্পুনো, সযমা, সযস্ত্তুম্হা
সযস্থূনো, সয
সযস্মিং, সযম্মুহি
সমস্তৃ
বহুবচন
সযম্ভূ, সযমভুবো
সযম্পু, সযম্পুবো
সযভূহি, সম্প্রভি
সম্পূনং
সযহূহি, সযস্তুভি
সযম্পূনং
সযসু
সযজ্জ, সযম্পূবো
উ – কারান্ত স্ত্রী লিঙ্গ শব্দ
বধূ
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
বধূ
বধুং
বধুযা
বধুযা
বধুযা
বধুযা
বধুযা, বধুযং
বধূ
বহুবচন
বধূ, বধূযো
বধূ, বধূযো
বধূহি, বধূভি
বধূন
বধূহি, বধূভি
বধূনং
বধূসু
বধূ, বধূযো
ও-কারান্ত পুংলিঙ্গ শব্দ
গো (গরু – Cow)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
গো
গবং, গাবং, গবুং, গাবুং
গবেন, গাবেন
গবস, গাবস
গবা, গাবা, গবা, গাবম্হা গবস, গাবস
গবে, গাবে, গবস্মিং, গাবশিং
গো
বহুবচন
গবো, গাবে
গবো, গাবো
গোহি, গোভি, গবেহি
গবং, গোনং, গুনুং
গোহি, গোভি, গবেহি
গবং, গোনং, গুনং
গোসু, গবেসু, গাবে
গবো, গাবো
সর্বনাম
সব্ব (সর্ব – All)
পুংলিঙ্গ
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
সব্বো
সং
সব্বেন
সস
সবা, সম্হা
সবস
সস্মিং, সম্হি
সব্ব
বহুবচন
সব্বে
সব্বে
সব্বেহি, সব্বেভি
সসেং, সব্বেসানং
সব্বেহি, সব্বেভি
সসেং, সসোন
সসুে
সব্বে
স্ত্রী লিঙ্গ
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
সব্বা
সং
সব্বায
সব্বায, সস
সব্বায, সস্সা
সব্বায, সসা
সব্বাসং, সবস
সব্বে
বহুবচন
সব্বা, সব্বাযো
সব্বা, সব্বাযো
সব্বাহি, সব্বাভি
সব্বাসং, সব্বাসান
সব্বাহি, সব্বাভি
সব্বাসং, সব্বাসান
সব্বাসু
সব্বা
ক্লীব লিঙ্গ
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
সবং
সবং
সব্বেন
সবস
সবস্থা, সম্হা
সবস
সস্মিং, সহি
সব্ব
বহুবচন
সব্বানি
সব্বানি
সব্বেহি, সব্বেভি
সব্বেসং, সসোন Activate
সব্বেহি, সব্বেভি
সব্বেসং, সসোন
সসুে
সানি
যুম্মদ
তুম্হ (তুমি – You)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
ত্বং, তং, তুবং
তুবং, তবং
ত্যা, ত্বযা, তে
তব, তুম্হং, তে
ত্যা, ত্বযা, তে
তব, তুম্হং, তে
তমি, তুমি
বহুবচন
তুম্হে, বো
তুমহে, তুম্হাকং, বো
তুমহেহি, তুমহেভি, বে
বহুবচন
তুম্হাকং, তুম্হং, বো
তুমহেহি, তুম্হেভি, বো
তুম্হাকং, তুম্হং, বো
তুম্ হেসু
ত (তদৃ – তিনি) সো (সে He)
পঠমা
দুতিযা
ততিয়া
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
আলাপনং
একবচন
সো
তং, নং
তেন, নেন
তস, নস, অ
তত্সা, নমা, অমা
তস্স, নস, অস্স
তস্মিং, নস্মিং, অসসিং
বহুবচন
তে, নে
তে, নে
তেহি, তেভি
তেসং, নেসং
তেহি, তেভি
তেসং, নেসং
তেসু, নেসু
তি (তিন – Three)
বিভক্তি
পঠমা
দুতিযা
ততিযা
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
পুংলিঙ্গ
তযো
তযো
তীহি, তীভি
তিন্নং, তিন্নন্ন
তীহি, তীভি
তিন্নং, তিন্নন্নং
তীসু
স্ত্রীলিঙ্গ
তিস্সো
তিস্সো
তীহি, তীভি
তিসন্নং, তিসং
তীহি, তীভি
তিসন্নং, তিসং
তীসু
ক্লীবলিঙ্গ
তীনি
তীনি
তীহি, তীভি
তিন্নং, তিন্নন্নং
তীহি, তীভি
তিন্নং, তিন্নন্নং
তীসু
চতুরো ( চারি – Four)
বিভক্তি
পঠমা
দুতিযা
ততিযা
চতুখী
পঞ্চমী
ছঠী
সত্তমী
পুংলিঙ্গ
চত্তারো
চতুরো
চত্তারো
চতুরো
চতূহি, চতৃভি
চতুন্ন
চতূহি, চতূতিভ
চতুন্ন
চতূসু
স্ত্রীলিঙ্গ
চতুসো
চতুসো
চতূহি, চতূভি
চতুসং
চতূহি, চতূভি
চতুসং
চতূসু
ক্লীবলিঙ্গ
চত্তারি
চত্তারি
চতূহি, চতূভি
চতুন্ন
চতুহি, চতুভি
চতুন্ন
চতুসু
অনুশীলনী
(ক) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। একবচন ও বহুবচনে বিভক্তির স্বরূপ লেখ ।
২। উ – কারান্ত পুংলিঙ্গ শব্দ বিভক্তির আকৃতি অবিকল উদ্ধৃত কর।
৩। উ – কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দবিভক্তির আকৃতি লেখ ৷ –
81 সকল বিভক্তি ও বচনে নিম্নলিখিত শব্দগুলোর পূর্ণরূপ লেখ । ভিক্খু, পিতু, মাতা, আয়ু, গো, অম্হ, তুম্হ, সো ।
খ) সংক্ষেপে উত্তর দাও :
১। পালিতে উ-কারান্ত পুংলিঙ্গ শব্দ বিভক্তির পঞ্চমী ও ছঠী বিভক্তির আকৃতিগুলো লেখ ।
২। ‘ভিক্খু’ শব্দের চতুর্থী ও পঞ্চমী বিভক্তির একবচন ও বহুবচনের রূপগুলো উল্লেখ কর
৩। ‘মাতা’ শব্দের দ্বিতীয়া ও তৃতীয়া বিভক্তির রূপগুলো অবিকল উদ্ধৃত কর ।
8। ‘অম্হ’ শব্দের পঞ্চমী ও সত্তমী বিভক্তির রূপ লেখ ।
(গ) সঠিক উত্তর টিক (√) চিহ্ন দাও :
১। “ভিক্খত শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ কোটি?
ক. ভিমা
খ. ভিস্কৃতি
গ. ভিক্খু
ঘ. ভিক্সু
২। মাতু শব্দের ছী বিভক্তির বহুবচনের রূপ কোনটি?
ক.মাতুয়া
খ.মাতা
গ. মাতুন
ঘ.মাতরে
৩।পালিতে বিভক্তি কত প্রকার?
ক. ছয়
খ.সাত
গ. আট
ঘ.নয়
৪। মাতু শব্দের অবিকল শব্দরূপ কোনটি?
ক. মধু
খ.আয়ু
গ.বন্ধু
ঘ.ধাত
আরও দেখুনঃ