আমাদের আজকের আলোচনার বিষয় “কৃদন্ত বিশেষণ”। যা “ব্যাকরণ” অধ্যায়ের অন্তর্ভুক্ত।
কৃদন্ত বিশেষণ
কৃদন্ত বিশেষণ
কৃদন্ত বিশেষণ তিন প্রকার। যথা-
১. বর্তমান ক্রিয়াবাচক;
২. অতীত ক্রিয়াবাচক বিশেষণ;
৩. ভবিষ্যৎ ক্রিয়াবাচক বিশেষণ ।
১। বর্তমান ক্রিয়াবাচক বিশেষণ
অন্ত, মান, আন প্রত্যয় ।
বর্তমান কালের ক্রিয়া বিশেষণ কৃদন্ত মান, আন, অন্ত প্রত্যয়যোগে গঠিত হয়। অন্ত, মান, আন প্রত্যয় দ্বারা যে সকল শব্দ সিদ্ধ হয় তারা বিশেষণ বলে একই সিদ্ধ, বিভক্তি ও বচন প্রাপ্ত হয়। যথা- হসস্তো পুরিসো, হসন্তং পুরিসং ইত্যাদি। অন্ত প্রত্যয়ত্ত শব্দের রূপ গচ্ছন্ত শব্দের ন্যায় এবং আন ও মান প্রত্যয়স্ত শব্দের রূপ অ-কারান্ত পুলিঙ্গ শব্দের ন্যায়। যেমন –
√গম্ + অন্ত = গচ্ছন্তো; / মূচ্ + অন্ত = মুঞ্চন্তো; কর্ = অন্ত = করোন্তো; / খাদ্ + অন্ত = খাদস্তো।
২। অতীত ক্রিয়াবাচক বিশেষণ
ত,তবস্তু,তাবী প্রত্যয়।
ধাতুর সাথে ত, ন, তবস্তু, তারী প্রভৃতি প্রত্যয়যোগে অতীত কালের ক্রিয়া বিশেষণ গঠিত হয়। যথা-
ত, ণ প্রত্যয়যোগে
√নহা + ত = নহাত; জী + ত = জীত; √ নী + ত = নীতি; Vঠা + ত = ঠিত।
৩। ভবিষ্যৎ ক্রিয়াবাচক বিশেষণ
তব্ব, অনীয়, য প্রত্যয়।
উচিত অর্থে ধাতুর উত্তর তব্ব, অনীয়, য প্রত্যয় হয়। যথা-
১। ত প্রত্যয়যোগে-
√ভূ + তব্ব = ভবিতব্বব্ব; / ঞা + ত = ঞাত।
২। য প্রত্যয়যোগে-
√গম্ + য = গ; √ পা + য = পেয্য; / দা + য = দেয্য; /ভুজ্ + য = ভুচ্ছ।
অনুশীলনী
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। পালিতে অসমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয়? উদাহরণ সহ ব্যাখ্যা কর ।
২।অসমাপিকা ক্রিয়া কত প্রকার ও কী কী? উদাহরণ সহ বুঝিয়ে দাও ।
৩। ত্বা ও তুং প্রত্যয়যোগে পালিতে দুটি করে চারটি বাক্য গঠন কর ।
সংক্ষেপে উত্তর দাও :
১।ত্বা প্রত্যয়যোগে পাঁচটি শব্দ গঠন কর ।
২।তুং প্রত্যয়যোগে গঠিত পাঁচটি শব্দের উদাহরণ দাও ।
৩। য প্রত্যয়যোগে গঠিত পাঁচটি শব্দের উদাহরণ দাও ।
গ) সঠিক উত্তরে টিক (/) চিহ্ন দাও :
১। কোনটি ‘তা’ প্রত্যয়ের উদাহরণ?
ক. কম্ম
গ. গহ
পালিতে অসমাপিকা কত প্রকার?
খ. ভুঞ্জেয্য
ঘ. জেতা
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩। তুং প্রত্যয়যোগে গঠিত সঠিক শব্দ কোনটি?
ক. সুণাতি
খ. সুপি
গ. সোতুং
ঘ. সুণিসতি
৪। ‘পচিতা’ শব্দের অর্থ কী?
ক. পাক করি
পাক করে
গ. পাক করব
ঘ. পাক করেছিলাম
প্রশ্নের উত্তর দাওঃ
১।কৃদন্ত বিশেষণ কত প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞাসহ উদাহরণ দাও।
২।বর্তমান ক্রিয়াবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও ।
৩। অতীত ক্রিয়াবাচক বিশেষণ বলতে কী বোঝ? উদাহরণ দাও।
81 ভবিষ্যৎ ক্রিয়াবাচক বিশেষণ উদাহরণসহ ব্যাখ্যা প্রদান কর।
আরও দেখুনঃ