আমাদের আজকের আলোচনার বিষয় “ভূবাদিগনীয় ধাতুর কয়েকটি উদাহরণ “। যা “ব্যাকরণ” অধ্যায়ের অন্তর্ভুক্ত।
ভূবাদিগনীয় ধাতুর কয়েকটি উদাহরণ
ক্রিয়ার কাল ও ধাতুরূপ
ধাতু বিভক্তি
ধাতুর উত্তর যে সকল বিভক্তি হয়, তাদের আখ্যাতিক বিভক্তি বলা হয়। পালিতে আখ্যাতিক বিভক্তি আট প্রকার। যথা ঃ – ১। বৰ্ত্তমানা (বর্তমান) ২। পঞ্চমী; ৩। সপ্তমী (সপ্তমী); ৪। পরোক্থা (পরোক্ষা; ৫। হীন্তনী (ঘটমান); ৬। অজ্জতনী (অতীত); ৭। ভবিসন্তী (ভবিষ্যত কাল); ৮। কালাতিপত্তি।
১। বৰ্ত্তমানা (বর্তমান)
বর্তমান কালে ক্রিয়া নিপ্পন্ন হলে ধাতুর উত্তর বর্ত্তমানা বিভক্তি হয়। তি, অস্তি, সি, থ, প্রভৃতি বত্তমানার বিভক্তি । যথাঃ- সে যায় সো গচ্ছতি। –
২। পঞ্চমী
আদেশ ও আশীর্বাদ অর্থে ধাতুর উত্তর পঞ্চমী বিভক্তি হয়। তু, অদ্ভু, হি, থ প্রভৃতি পঞ্চমীর বিভক্তি। যেমন- – সো সুখী ভৰত সে সুখী হোক ।
৩। সত্তমী (সপ্তমী)
অনুমতি ও পরিকল্পনা অর্থে ধাতুর উত্তর সপ্তমী বিভক্তি হয়। এখা, এবং প্রভৃতি সপ্তমীর বিভক্তি। যথা –
সো কমং করেযা – তার কাজ করা উচিত।
৪। পরোক্থা (পরোক্ষা)
অপ্রত্যক্ষ অতীতকালে অর্থাৎ সর্বাপেক্ষা অধিকতর পূর্বে পরোক্থা বিভক্তি হয়। অ, উ, এ, থ প্রভৃতি পরোক্ষার
বিভক্তি।
যেমন – পাচক ভাত পাক করেছিল – সূদো ওদনং পচতি। –
৫। বীযজ্ঞনী (পুরাঘটিত)
গতকল্য প্রভৃতি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ অতীতকালে ‘হিযল্গুনী’ বিভক্তি হয়। আ, ঊ, ও, থ প্রভৃতি হীযৰ্ত্তনীয় বিভক্তি। যথা – পাচক ভাত পাক করেছে। – সুদো ওদনং পদ্ধতি।
৬। অজ্জতনী (অতীত)
সাধারণ অতীত কালে অজ্জতনী বিভক্তি হয়। ই, ইংস, ই, থ প্রভৃতি অজ্জতনীর বিভক্তি। যথা পাক করল – সুদো ওদনং অপচি
৭। ভবিস্সস্তি (ভবিষ্যত কাল)
ভবিষ্যতকালে ধাতুর উত্তর ভবিস্সস্তি বিভক্তি হয়।
ইসতি, ইস্স্সন্তি, ইসসি, ইসথ, ইসথি প্রভৃতি বিভক্তিযুক্ত হয়। যেমন সূদো ওদনং পচিসতি । পাচক ভাত পাক করবে। –
৮। কালতিপত্তি
ক্রিয়ার সময় অতীত হয়ে গেলে কালাতিপত্তি বিভক্তি হয়। সূসা, সংসু, সে, সখ বিভক্তি। যথা যদি রাম প্রথমে বয়সে প্রব্রজ্যা গ্রহণ করত, তাহলে সে অর্থৎ হত পজং লভিস সো অরহো ভবিস্সতি। – – প্রভৃতি কালভিপত্তি সচে রামো পঠম বযে –
আখ্যাতিক বিভক্তিসমূহ দু ভাগে বিভক্ত ।
যথা – ১। পরসপদ (কর্তৃবাচ্য) ও ২। অত্তনোপদ (কর্মবাচ্য)
১. পরসপদ (কর্তৃবাচ্য) – আমি চন্দ্ৰ দেখি অহং চন্দং পসামি। ‘পসামি’ ক্রিয়াটি পরসপদ ।
২. অত্তনোপদ
আমার কর্তৃক চন্দ্র দৃষ্ট হয় ময়া চন্দো দিস্সতে। ‘দিসতে’ ক্রিয়াটি অত্তনোপদ।
(খ) প্রত্যেক আখ্যাতিক বিভক্তির দুটি বচন।
যথা – আমি হাসছি – অহং হসামি। ২। আমরা হাসছি – মযং হুসাম। ‘হসামি’ ক্রিয়াটি একবচন ও ‘হসাম’
ক্রিয়াটি বহুবচন।
(গ) আখ্যাতিক বিভক্তির তিনটি পুরুষ।
যথা পুরুষ)। – পঠম পুরিসো (প্রথম পুরুষ); মজঝিম পুরিসো – – (মধ্যম পুরুষ) এবং উত্তমো পুরিসো (উত্তম –
১। পঠমো পুরিসো – সো (সে); সকুলো (পাখি); তে (তারা)।
২। মজঝিমো পুরিসো- ত্বং (তুমি); তুমহে তোমরা)।
৩। উত্তমো পুরিসো – অহং (আমি); মাং (আমরা)।
দ্রষ্টব্য : উত্তম পুরুষের অহং, মযং এবং মধ্যম পুরুষের ত্বং, তুমহে ছাড়া অন্যান্য নামবাচক পদ প্রথম পুরুষের অন্তর্গত।
পরস্পপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন তি সি মি
বহুবচন অন্তি থ ম
অত্তনোপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন তে সে এ
বহুবচন অন্তে বহে মহে
পঞ্চমী
পরস্পপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন তু হি মি
বহুবচন অন্তু থ ম
অত্তনোপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন তং সসো এ
বহুবচন অন্তং বহো আমসে
সত্তমী
পরস্পপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন এয্য এয্যাসি এয্যামি
বহুবচন এয্যং এয্যাথ এয্যাম
অত্তনোপদ
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন এথ এথো এয্যং
বহুবচন এবং অয্যাম্হে অয্যাম্হে
অজ্জতনী
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন ই, ঈ ই, ও ইং
বহুবচন ইংসু, উং ইখ ইম্হা, ইম্হ
লিখ (লিখা – To Write)
বত্তমানা
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন লিখতি লিখসি লিখামি বহুবচন লিখন্তি লিখখ লিখাম
পঞ্চমী
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন লিখতু লিখ, লিখাহি লিখামি বহুবচন লিখন্তু লিখথ লিখাম
একবচন লিখেয্য লিখেয্যাসি লিখেয্যামি বহুবচন লিখেযং লিখেয্যাথ লিখেয্যাম
অজ্জতনী
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন লিখি লিখি লিখিং বহুবচন লিখিংসু লিখিখ লিখিম্হা
ভবিসসন্তি
পঠম পুরিসো মজঝিমপুরিসো উত্তমপুরিসো
একবচন লিখিসতি লিখিসসি লিখিসসামি বহুবচন লিখিসসন্তি লিখিসসথ লিখিসসাম
অনুশীলনী
(ক) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। ধাতু বিভক্তি কত প্রকার ও কী কী? প্রত্যেকটির উদাহরণ দাও ।
২। ধাতু বিভক্তির পরসপদ (কর্তৃবাচ্য) এর আকৃতিগুলো অবিকল উদ্ধৃত কর
৩। ধাতু বিভক্তির অত্তনোপদ (কর্মবাচ্য) এর আকৃতিগুলো লেখ ।
81 নিম্নলিখিত ধাতুগুলোর কর্তৃবাচ্যে একবচন ও বহুবচনের রূপগুলো লেখ : √নী; √লভ; /যা; বিচ্; অস্; লিখ।
সংক্ষেপে উত্তর দাও :
১। পালিতে বর্তমান কাল কিভাবে গঠিত হয়? উদাহরণ সহ লেখ ।
২। সত্তমী বলতে কী বুঝ? সত্তমীর উত্তর কোন্ বিভক্তিগুলো যুক্ত হয়?
৩। পালিতে ভবিষ্যতকাল গঠনের নিয়মগুলো লেখ ৷
৪ । /যা ধাতুর অজ্জতনী’র একবচন ও বহুবচনের রূপগুলো লেখ ।
৫ ৷ জি ধাতুর বর্তমানার রূপগুলো উল্লেখ কর।
গ) সঠিক উত্তরে টিক (/) চিহ্ন দাও :
১। আদেশ ও আশির্বাদ অর্থে ধাতুর উত্তর কোন্ বিভক্তি যুক্ত হয়?
ক. বৰ্ত্তমানা
খ. পঞ্চমী
গ. সত্তমী
ঘ. অজ্জতনী
২। ভবিষ্যতকালের ধাতুর উত্তর বিভক্তি প্রয়োগের উদাহরণ কোনটি?
ক. তি
খ. ইসু
গ. তু
ঘ. ইসন্তি
৩। ধাতু বিভক্তিসমূহ কোন্ দু’ভাগে বিভক্ত?
ক. পঞ্চমী ও ছঠী
খ. কত্তা ও কম্ম
ঘ. সত্তমী ও আলাপনং
৪। /দা ধাতুর অজ্জতনী-র বহুবচনের রূপ কোটি?
ক. দদাতি
গ. দদেয্যামি
খ. দদাতু
ঘ. অদংসু
আরও দেখুনঃ