Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

নচ্চ জাতক

আমাদের আজকের আলোচনার বিষয় ” নচ্চ জাতক “। যা “জাতক” অধ্যায়ের অন্তর্ভুক্ত।

নচ্চ জাতক

 

নচ্চ জাতক

অতীতে পঠমকম্পে চতুপ্পদা রাজানং অংসু, মচ্ছা আনন্দমঞ্চং, সকুপা সুৰগ্ৰহংসং। তস পন সুবপ্নরাজহংসস ধীতা হংসপোতিকা অভিরূপা অহোসি। ইতি সো রাজা তস্সা বরং অদাসি। সা অন্তনো চিত্তরুচিতং সামিকং বারেসি। হংসরাজা তসা বরং দতা হিমবস্তে সবসকুণে সন্নিপাতাপেসি। নানপকারা হংসমোরাদযো সকণগণা সমাগতা একসিং মহন্তে পাসানতলে সন্নিপতিংসু। হংসরাজা বীতরং পোকোসাপোসি – “অন্তনো চিত্তরচিতং সামিকং আগস্তা গগৃহভৃতি।

সা সরুণসংঘং ওলোকেশ্তী মনিবণুগীবং চিসপেখুনং মোরং দিয়া রোচেসি অর্থং মে সামিকং হোতু’। সকুণসংঘ মোরং উপসংকমিঙ্গা আহংসু – “সম্ম মোর, অবং রাজধীতা একানং সৰুণানং মঞ্জুকে সামিকং রোচেপ্তি তযি রুচিং উপ্পাদেসি। মোরো “অজ্জ অপি ভাব মে বরং ন পসসি’ তি বড়া অতিতুঠিয়া হিরোত্তম্পং ভিন্দিতা তার মহতো সকুণসংঘস মঝে পথে পসারেতা নচ্চিত আরভি ।

নচ্চন্তো অপটিচ্ছন্নো অহোসি। সুবহংসরাজা লজ্জিতো ইমস নেব অজঝত্তসমূঠানং হিরী অথি, ন চ বহিদ্ধা সমুঠানাং ওত্তয়ং; অসূস ভিন্ন হিরোস্পেস মম বীতরং ন দসামীতি সুকণ সংঘমাঝে ইমং গাথমাহ :

রূপমঞএবং রুচিরা চ পিঠি

বেরিযত্ন পনিবা চ পীৰা,

ব্যামমাত্তানি চ পেক্‌খুনানি

নচ্ছেন তে ধীতরং ন দদামীতি।

হংসরাজা তস্মিং এর পরিসমঝে অন্তনো ভাগিণেষ্য হংসপোতকস ধীতরং অদাসি। মোরো হংসপোতিকং অলভিতা লজ্জিত্বা ততো’র উঠহিতা পলায়ি। হংসরাজা ‘পি অন্তনো বসনঠানে এব গতো।

 

 

শব্দার্থ

পঠমকম্পে প্রথম কল্পে ; অকংসু করেছিল; হংসপোতিকা – হংসকন্যা; অভিরূপা— সুন্দরী; চিত্তচিতং— মনের মত; সামিকং- স্বামী বারেসি নির্বাচন করেছিল; সন্নিপাতাপেসি— একত্রিত করেছিল – হংসমোরাদখো— হাঁস, ময়ুর প্রভৃতি ; সমাগত্ত্বা— এসে ; পাসাণতলে পাষাণপৃষ্ঠে ; পক্কোসাসেসি— ডেকে বলল।

গণহতু — গ্রহণ কর; সকুণসং— পাখির দলকে; ওলোকস্তো— দেখতে; মণিবণুগীবং— মণির মত গ্রীবাযুক্ত; চিত্তপেখুনং – বিচিত্র পেখমযুক্ত; উপসংক্রমিতা – উপস্থিত হয়ে; সম্ম— মহাশয়; রোচন্তো—পছন্দ করতে; উপদেসি — জন্মেছে; হিরোত্তপং-লজ্জাভয়, ভিন্দিতা পরিত্যাগ করে;

পসারেতা প্রসারিত করে; আরভি আরম্ভ করল; অপটিচ্ছন্নো – উলঙ্গ অমত্তসমুঠানং- অভ্যন্তরীণ; ওত্তপং— ভয়; ভিন্নহি-হিরোত্তরমসূস – লজ্জাভয়হীনকে, ন দসামি— দেব না ; সকুণসঙ্গমকে— পাখিদের সভায় রুদং ষ মনুঞঞং মধুর; রুচিৱা— সুন্দর; পিউঠি- পৃষ্ঠদেশ ; বেলুরিয—বৈদুর্য মণি; 

বর্ণসদৃশ ; গীরা – গলদেশ। ব্যাম-মত্তানি – ব্যাম পরিমিত; পেক্‌খুনানি – পেখমগুলো; নচ্চেন — নৃত্যের মাধ্যমে; – তস্মিং এর – এই সেই ; হংসপোতকস – হংসশাবককে; অলভিতা – না পেয়ে, উঠহিতা – উঠে; পলায়ি – পালিয়ে গেল; বসনঠানে বাসস্থানে; এবগতো চলে গেল।

সারাংশ

প্রাচীনকালে প্রথম কল্পে চতুষ্পদ জন্তুগণ মিলিত হয়ে তাদের মধ্যে রাজা নির্বাচন করেছিল। মৎস্যরা আনন্দকে, পাখিরা সুবর্ণহংসকে রাজা করেছিল। সুবর্ণ রাজহংসের কন্যা অত্যন্ত সুন্দরী ছিল। রাজা তাকে ইচ্ছামত পতি নির্বাচন করতে বলে দিয়েছিল। রাজা হিমালয়ে পাখিদের একত্রিত করে কন্যাকে মনের মত স্বামী গ্রহণ করতে বলল।

কন্যা পেখমযুক্ত এক ময়ূরকে পছন্দ করল। পাখিরা ময়ূরকে এ খবর দিল। ময়ূর আনন্দে শৌর্য-বীর্য দেখাতে গিয়ে নাচতে লাগল। পক্ষ বিস্তার করে নাচবার সময় উলঙ্গ হয়ে গেল। সুবর্ণহংসরাজ লজ্জিত হয়ে তাকে আর মেয়ে দিল না। যার লজ্জা ও ভয় নেই তাকে মেয়ে দেওয়ার প্রয়োজন নেই। এ বলে হংসরাজ সে সভায় নিজের ভাগিনা হংসশাবককে কন্যা সম্প্রদান করল।

ময়ূর হংসকন্যাকে না পেয়ে লজ্জায় সে সভা থেকে উঠে গেল। হংস রাজও নিজের বাসস্থানে প্রস্থান করলেন।

উপদেশঃ

লজ্জা ও ভয় সচ্চরিত্রের লক্ষণ।

 

 

অনুশীলনী

(ক) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। নচ্চ জাতকের মূল বক্তব্য তুলে ধর।

২।ময়ুর পতি নির্বাচিত হয়েও কী দোষে আবার তা হারাল? সংক্ষেপে বল।

(খ)সংক্ষেপে উত্তর দাও :

১।পাখিদের সয়ম্বর সভার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।

২।চতুষ্পদ জন্তুরা কাকে কাকে রাজা নির্বাচিত করেছিল? 

৩।তারা কোথায় মিলিত হয়েছিল?

(গ) বাংলা অনুবাদ কর :

১। ইসস নেব অজ্‌ঝত্তসমুঠানং হিরী অর্থি ন চ বহিদ্ধা সমুঠানং ওত্তপং; অসূস ভিন্ন হিরোত্তপস মম ধীতরং ন দসামী’তি সকুপ সংঘমঝে ইমং পাথমাহ।

(ঘ) সঠিক উত্তরে টিক (V) চিহ্ন দাও

১।মৎস্যরা কাকে রাজা নির্বাচিত করেছিল।

ক.রুই

খ.আনন্দ

গ.কাতলগ

ঘ.ইলিশ

২। সুবর্ণ হংসরাজ পাখিদের কোথায় একত্রিত করেছিলেন?

ক. জলাশয়

খ.হ্রদে

গ. হিমালয়ে

ঘ.জালি বনে

৩। সুবর্ণরাজহংসের কন্যা কাকে পতি নির্বাচন করেছিল?

ক.ঈগল

খ.হংস

গ.ময়ুর

৪। হংসরাজ কাকে কন্যা সম্প্রদান করেছিলেন?

ক. ময়ুররাজকে

খ.দূরসম্পর্ক আত্মীয়কে

গ.ভাগিনা হংসশাবককে

ঘ.বন্য পাখিকে

৫ । হংসরাজ কোথায় প্রস্থান করলেন।

ক.শহরে

খ.বাসস্থানে

গ.বনে

ঘ.নদীতীরে

আরও দেখুনঃ

 

Exit mobile version