Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

নাহু শিক্ষণ-শিখনের পদ্ধতি ও অনুশীলন

আমাদের আজকের আলোচনার বিষয় নাহু শিক্ষণ-শিখনের পদ্ধতি ও অনুশীলন – যা শিক্ষার্থীর আরবি ভাষার কাওয়ায়েদ এর অন্তর্ভুক্ত।

নাহু শিক্ষণ-শিখনের পদ্ধতি ও অনুশীলন

 

 

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক যত ভালোই হোক না কেন- তার লক্ষ্য ও উদ্দেশ্য-সাধন অনেকাংশে শিক্ষকের ওপর নির্ভরশীল। তাই পাঠ্যপুস্তকটি পাঠদানের ক্ষেত্রে একজন শিক্ষক নিম্নবর্ণিত কতিপয়বিষয়েযত্নবান হতে হবে। দৃষ্টান্তস্বরূপ-নবম ও দশম শ্রেণির সরফ ও নাহু শিক্ষার একটি নির্দেশিকা উপস্থাপন করা হলো:

 

 

নাহু শিক্ষার প্রস্তাবিত সিলেবাস

আরবি ভাষা শিক্ষার জন্য প্রথম, দ্বিতীয়ও তৃতীয়স্তরে নিম্নলিখিত কিতাবগুলোকে সিলেবাসভুক্ত করার প্রস্তাব করা যায়। বিশেষ করে আরবি ব্যাকরণ বা ইলমে নাহু’র পাঠ্যপুস্তক অবশ্যই আরবি হতে আরবি হতে হবে। যেমন:

১. ড. মো. আনোয়ারুল কবীর কর্তৃক প্রণীত নাহু’র নামক গ্রন্থটি। সিলেবাসের উপযুক্ত গ্রন্থ হিসেবে উল্লেখ করা যায়। কেননা, ওই গ্রন্থটি বিভিন্ন ধরণের আরবি উদাহরণেপূর্ণ। যেমন- গ্রন্থটিতে আরবি ভাষায়বিভিন্ন ধরনের আরবি উদাহরণের স্বাতন্ত্র্য রয়েছে, নিত্য-নতুন দৃষ্টান্তের মাধ্যমে ভাষা শিক্ষার অনুপম কৌশল এবং বিভিন্ন অনুশীলনীর সন্নিবেশ ঘটেছে।

২. জীবনযাপনের জন্য আরবি গ্রন্থটিও সিলেবাসে সংযোজন করা যেতে পারে। এছাড়াও আমাদের দেশে অথবা আরব দেশসমূহে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও আরব-আমিরাতসহ অন্যান্য দেশে বিভিন্ন স্তরের উপযুক্ত ছাত্রদের জন্য যেসব কিতাব রচিত হয়েছে— সে সব গ্রন্থ সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে।

 

 

৩.  প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আরবি শিক্ষা নামক গ্রন্থটি সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ারমতো একটি গ্রহণযোগ্য ৩. গ্রন্থ। কেননা, এই গ্রন্থটিতে আরবি ভাষার বিভিন্ন দিক এবং ভাষার গভীরের নানা বিষয়নিয়েআলোচনা হয়েছে। তার মধ্যে একক শব্দ, যৌগিক শব্দ এবং জীবন পরিক্রমার সমসাময়িক নিত্য প্রয়োজনীয়শব্দসহ ইসলামি ঐতিহ্যগত শব্দসমূহের বর্ণনা দেওয়া হয়েছে।

বিবিধ অনুশীলনীসহ প্রায়ষাটের অধিক বিভিন্ন প্রকারের অনুশীলনী রয়েছে— এই গ্রন্থটিতে। অগ্রসর ছাত্রদের। জন্য তারা নাহুর পরিভাষা ও নিয়মগুলো শেখাবে। এক্ষেত্রে হেদায়াতুন-নাহু (هدايةالنحو), আওদাহুল মাসালিক (أوضحالمسالك), শরহে ইবনুল *আকিল (شرحابنعقيل), কাফিয়া (كافية) প্রভৃতি উচ্চতর গ্রন্থগুলো পড়ানো যেতে পারে ।

আরও দেখুনঃ

 

Exit mobile version