নীলবর্ণ শৃগাল কথা

আজকে আমাদের আলোচনার বিষয় নীলবর্ণ শৃগাল কথা

নীলবর্ণ শৃগাল কথা

 

নীলবর্ণ শৃগাল কথা

 

নীলবর্ণ শৃগাল কথা

অস্তি কৃষ্ণপুরে কাচিৎ শ্যামলী অরণ্যানী। অত্র চণ্ডরবো নাম শৃগালঃ প্রতিবসতি স্ম। একদা স ক্ষুধাপীড়িতঃ আহারার্থং গ্রামং প্রবিষ্টঃ। তত্র কুকুরেণ তাড়িতঃ স কস্যচিৎ রজকস্য নীলজলে পতিতঃ। তেন স নীলবর্ণঃ সঞ্জাতঃ । অনন্তরং স নীলবর্ণঃ শৃগালঃ অরণ্যং প্রত্যাগতঃ।
নীলবর্ণশৃগালং দৃষ্ট্বা বনবাসিনঃ পশবঃ ভয়ার্তাঃ পলায়িতুমুদ্যতাঃ। তদা ধূর্তঃ শৃগালো২বদৎ, “ভোঃ ভোঃ পশবঃ! ন ভেতব্যম্, ন ভেতব্যম্। দেবপ্রেষিতঃ অহমেব অস্মিন্ বনে পশূনাং রাজা। অতো যূয়ং ময়া যত্নেন পালনীয়াঃ রক্ষণীয়াশ্চ।”

ততঃ প্রভৃতি স শৃগালো রাজেব আচরিতবান্ । সর্বে হিংস্রজন্তবশ্চ অহর্নিশং তং ভৃত্যবৎ সেবন্তে স্ম। অথৈকদা নীলবর্ণঃ শৃগালঃ পশুভিঃ পরিবৃতঃ উপবিষ্টঃ। অস্মিন্ সময়ে দূরতঃ শৃগালরবং শ্রুত্বা স মোহাদুচ্চৈঃ রবং কৃতবান্ । তৎক্ষণাৎ শৃগাল এবায়ং ন দেবপ্রেষিতো রাজা ইতি জ্ঞাত্বা হিংস্ৰজন্তবস্তং খণ্ডিতবন্তঃ ।

অনুশলনী

শব্দার্থ :

অরণ্যানী-বৃহৎ অরণ্য। প্রবিষ্টঃ- প্রবেশ করেছিল। রজকস্য-ধোপার। দৃষ্ট্বা-দেখে। পলায়িতুম্-পলায়ন করতে। ন ভেতব্যম্-ভয় পাওয়া উচিত নয়। দেবপ্রেষিতঃ-দেবতা কর্তৃক প্রেরিত। রাজেব-রাজার মত। অহর্নিশং- দিনরাত।

ব্যাকরণ

সন্ধি বিচ্ছেদ :

প্রত্যাগতঃ = প্রতি + আগতঃ । পলায়িতুমুদ্যতাঃ = পলায়িতুম্ + উদ্যতাঃ। রাজেব = রাজা + ইব। অথৈকদা = অর্থ + একদা। মোহাদুচ্চৈঃ = মোহাৎ + উচ্চৈঃ।

কারণসহ বিভক্তি নির্ণয় :

কৃষ্ণপুরে – অধিকরণে ৭মী। কুক্কুরেণ – কর্তায় ৩য়া । অরণ্যং – কর্মে ২য়া। পশূনাং – সম্বন্ধে ৬ষ্ঠী। মোহাৎ- হেতু অর্থে ৫মী ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

বনবাসিনঃ- বনে বসন্তি যে (উপপদতৎ)। ভয়ার্তাঃ- ভয়েন ঋতাঃ (৩য়া তৎ)। দেবপ্রেষিতঃ-দেবেন প্রেষিতঃ (৩য়া তৎ)।

টীকা :

পঞ্চতন্ত্রম্ সংস্কৃত গল্পসাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ। গ্রন্থটিতে গল্পের মাধ্যমে নীতিশিক্ষা দেয়া হয়েছে। কথিত আছে যে, দাক্ষিণাত্যের পণ্ডিত বিষ্ণুশর্মা এটি রচনা করেন। পৃথিবীর পঞ্চাশটিরও বেশি ভাষায় এই গ্রন্থের অনুবাদ হয়েছে।

 

নীলবর্ণ শৃগাল কথা

 

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে ঠিক (/) চিহ্ন দাও :

(ক) কৃষ্ণপুরে ছিল একটি পর্বত/নদী/উদ্যান/অরণ্যানী।

(খ) শৃগালটির নাম ছিল ভৈরব চণ্ডরব/দীর্ঘরব/ঘোররব।

(গ) নীলবর্ণশৃগাল পশুদের বলেছিল যে, সে দেবপ্রেষিত/মহেশ্বরপ্রেষিত/শ্রীবিষ্ণুপ্রেষিত/শ্রীদুর্গাপ্রেষিত রাজা।

(ঘ) শৃগাল আচরণ করেছিল বন্ধুর/সেবকের/রাজার/মন্ত্রীর মত।

(ঙ) হিংস্র জন্তুরা শৃগালকে খেয়েছিল/খণ্ড করেছিল/আঘাত করেছিল/নাখাঘাত করেছিল।

বাক্য গঠন কর :

অরণ্যানী, নীলবর্ণঃ, ধূর্তঃ, রাজা, ভৃত্যবৎ।

শব্দার্থ লেখ :

প্রবিষ্টঃ, ভেতব্যম্, দৃষ্ট্বা, রজকস্য, রাজেব।

সন্ধি বিচ্ছেদ কর :

মোহাদুচ্চৈঃ, ভয়ার্তাঃ, রাজেব, প্রত্যাগতঃ, অথৈকদা ।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

পশূনাং, কৃষ্ণপুরে, কুকুরেণ, মোহাৎ, অরণ্যং।

 

নীলবর্ণ শৃগাল কথা

 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :

ভয়ার্তাঃ, দেবপ্রেষিতঃ, বনবাসিনঃ, ক্ষুধাপীড়িতঃ।

আরও দেখুন :

 

Leave a Comment