পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা

আমাদের আজকের আলোচনার বিষয় পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা – যা আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠ পরিকল্পনা এর অন্তর্ভুক্ত।

পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা

 

পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা

 

পূর্ব পরিকল্পনা ব্যতীত কোনো কাজেই পরিপূর্ণ সাফল্য অর্জন করা যায় না। জীবনের সকল কাজেই পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। শিক্ষা ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের গুরুত্ব আরও অধিক। শিক্ষাদান প্রক্রিয়ায় বিষয়বস্তু, শিক্ষার্থী, শিক্ষা দানের সময়, শিক্ষাদান পদ্ধতি প্রভৃতির সুসমন্বয় ঘটাতে না পারলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব পর হয়ে ওঠে না। শিক্ষার পরিকল্পনা শুরু হয় জাতীয়ভাবে শিক্ষাক্রম প্রণয়নের মাধ্যমে।

দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করেন প্রতিষ্ঠান প্রধান। প্রতিষ্ঠান প্রধান অন্যান্য শিক্ষকগণের সহায়তায় বছরের প্রারম্ভেই মাদরাসার শিক্ষার্থীদের শ্রেণি ও বিষয়ভিত্তিক চাহিদা, বিষয় শিক্ষকের সংখ্যা, শ্রেণিকক্ষের সংখ্যা, মেট কার্যদিবস ইত্যাদি বিবেচনা করে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করে থাকেন।

 

পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা

 

তৃতীয় পর্যায়ে প্রত্যেক বিষয় শিক্ষক বছরের কর্মদিবস ও পিরিয়ডকে ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ের পাঠ ও শিখনফলকে বিভাজন করে বিস্তারিত ধারাবাহিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করেন। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিতে পাঠ্যসূচি সমাপ্ত করা যায়। নিম্নে পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা-এর উপর আলোকপাত করা হলো।

শ্রেণি কার্যক্রমের একটি পিরিয়ডে শিক্ষাদানের জন্য নির্ধারিত বিষয়বস্তুকে পাঠ বলা হয়। শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অনুসারে শ্রেণিভিত্তিক প্রায় প্রতিটি পাঠ্যপুস্তকেই অধ্যায়ভিত্তিক একাধিক পাঠ নির্ধারিত করা থাকে। পাঠ্যপুস্তকে এভাবে পাঠ বিভাজন করে দেওয়া না থাকলে বিষয় শিক্ষকগণ নিজ নিজ বিষয়ের প্রতিটি অধ্যায়কে প্রয়োজন অনুসারে পাঠে বিভাজন করে নিবেন। সেক্ষেত্রে পাঠ্যসূচি, বছরের মোট কর্মদিবস, সংশ্লিষ্ট বিষয়ের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং একটি পিরিয়ডের জন্য বরাদ্দকৃত সময় বিবেচনা করবেন।

পাঠের ধারাবাহিক পরিকল্পনা

পাঠের ধারাবাহিক পরিকল্পনার সাথে দুটো বিষয় ওতোপ্রোতভাবে জড়িত।একটি হচ্ছে বার্ষিক পাঠ পরিকল্পনা ও অন্যটি ইউনিট বা একক পরিকল্পনা।

 

পাঠ ও পাঠের ধারাবাহিক পরিকল্পনা

 

বার্ষিক পাঠ পরিকল্পনা:

যে কোনো প্রতিষ্ঠানের বছরব্যাপী কর্মকাণ্ডের একটি সুষ্ঠু পরিকল্পনা থাকা উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে একাডেমিক, মূল্যায়ন ও সহপাঠক্রমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনার কোনো বিকল্প নেই। পাঠ্যসূচির অন্তর্গত বিষয়বস্তু এক বছরের মোট কর্মদিবসের বিবেচনায় পঠিতব্য সকল পাঠকে সাময়িক পরীক্ষা, মাস ও দিন ভিত্তিক পাঠদানের পূর্ব পরিকল্পনাই হচ্ছে বার্ষিক পাঠ পরিকল্পনা । এই পরিকল্পনা সংক্ষিপ্ত পরিসরে একবার দেখলেই বছরের কোন সময়ে কোন পাঠটি পড়ানো হবে তা বুঝা যায়।

ইউনিট পাঠ পরিকল্পনাঃ

পাঠ্য পুস্তকের পুরো বিষয়বস্তুকে সাধারণত কতগুলো ইউনিটে বা এককে বা অধ্যায়ে ভাগ করা থাকে। একটি অধ্যায় পাঠদানের জন্য আবার বেশ কয়েকটি ক্লাসের দরকার হয়। ইউনিট বা অধ্যায় এর অন্তর্ভুক্ত সকল দিককে পাঠে বিভাজিত করে একটি পরিকল্পনা প্রণিত হলে তাকে ইউনিট বা একক পরিকল্পনা বলে। নিম্নে পাঠের ধারাবাহিক পরিকল্পনার অন্তর্গত বার্ষিক পরিকল্পনা ও ইউনিট পরিকল্পনার নমুনা দেওয়া হলো।

আরও দেখুনঃ

 

Leave a Comment