Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

বিগহ বানর কথা

আজকে আমাদের আলোচনার বিষয় বিগহ বানর কথা

বিগহ বানর কথা

 

 

বিগহ বানর কথা

অস্তি নর্মদাতীরে বিশালো বটবৃক্ষঃ। তত্র নীড়ান্ বিরচ্য বিহগাঃ সুখেন নিবসন্তি স্ম। একদা বর্ষাকালে মহতী বৃষ্টিরভবৎ। তদা কতিপয়াঃ বানরাঃ তস্মিন্ বৃক্ষতলে উপবিষ্টাঃ। তান্ সিক্তান্ কম্পমানাংশ্চ দৃষ্ট্বা বিগহা অবদন্, “হস্তপদাদিসংযুক্তাঃ যূয়ং কিমর্থম্ অবসীদথ?”
তদাকর্ণ বানরাণাং ক্রোধঃ সঞ্জাতঃ।

তে অচিন্তয়, “অহো! নীড়েষু সুখেন স্থিতাঃ বিহগাঃ অমান্ উপহসন্তি । তদ্‌ভবতু তাবৎ বৃষ্টেরুপশমঃ।” অনন্তরং শান্তে বারিবর্ষণে বানরাঃ বৃক্ষমারুহ্য পক্ষিণাং নীড়ান্ অভঞ্জন্ তেষাং ডিম্বান্ চ ভূমৌ পাতিতবন্তঃ ।

অনুশীলনী

শব্দার্থ :

বিরচ্য – রচনা করে। মহতী – প্রচুর। যুয়ম্ – তোমরা। অবসীদদ্ধ – অবসন্ন হচ্ছ, কষ্ট পাচ্ছ। সুখেন  – সুখে। অস্মান্ – আমাদেরকে। উপহসন্তি – উপহাস করছে। আরুহ্য – আরোহণ করে। ভূমৌ –  মাটিতে ।

ব্যাকরণ

সন্ধিবিচ্ছেদ :

বৃষ্টিরভবৎ = বৃষ্টিঃ + অভবৎ। কম্পমানাংশ্চ = কম্পমানান্ + চ। বৃষ্টেরুপশমঃ = বৃষ্টেঃ + উপমশঃ। বৃক্ষমারুহ্য = বৃক্ষম্ + আরুহ্য ।

কারণসহ বিভক্তি নির্ণয় :

নর্মদাতীরে— অধিকরণে ৭মী। বর্ষাকালে — কালাধিকরণে ৭মী। অস্মান্— কর্মে ২য়া। বানরাণাম্ – সম্বন্ধে ষষ্ঠী। বারিবর্ষণে— ভাবে ৭মী। প্রকোপায় / শান্তয়ে— নিমিত্তার্থে ৪র্থী। ভূমৌ – অধিকরণে ৭মী।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

নর্মদাতীরে— নর্মদায়াঃ তীরম্ (৬ষ্ঠীতৎ), তস্মিন্। বিহুগাঃ — বিহায়সা গচ্ছস্তি যে (উপপদত), তে। বটবৃক্ষঃ— বটনামকঃ বৃক্ষঃ (মধ্যপদলোপী কর্মধারয়ঃ)

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) নর্মদাতীরে ছিল একটি বটগাছ/মিশুলগাছ /নিমগাছ/নারকেলগাছ।

(খ) বটগাছে বাস করত কয়েকটি বানর/বিড়াল/পাখি/মূষিক ।

(গ) বটগাছের নিচে শীতে কাঁপছিল কয়েকটি ভলুক/সিংহ/বানর/শৃগাল ।

(ঘ) পাখিগুলোর কথা শুনে বানরেরা আনন্দিত/ক্রুদ্ধ/অনুপ্রাণিত/দুঃখিত হয়েছিল।

(ঙ) বানরেরা পাখিগুলোর ডিম ফেলেছিল পুকুরে/মাটিতে/বাগানে/নদীতে।

 

 

নিচের পদগুলোর সাহায্যে বাক্যরচনা কর :

বিহগাঃ, বর্ষাকালে, সঞ্জাতঃ, উপহসক্তি, ভূমৌ।

শব্দার্থ লেখ :

বিরচ্য, তদা, বানরাঃ, অবসীদথ, আৰুহ্য।

সন্ধি বিচ্ছেদ কর :

বৃষ্টিরভবৎ, বৃক্ষমারুহ্য, কিমর্থ, তদ্‌ভবতু, বৃষ্টেরূপশমঃ ।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

বর্ষাকালে, বারিবর্ষণে, প্রকোপায়, বানরাণাম্, ভূমৌ ।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :

নর্মদাতীরে, বিহগাঃ, বৃক্ষতলে, বটবৃক্ষঃ।

বাংলায় উত্তর দাও :

(ক) বটবৃক্ষটি কোথায় অবস্থিত ছিল?

(খ) পাখিরা কোথায় বাসা তৈরি করেছিল?

(গ) বৃক্ষতলে কারা বসেছিল?

(ঘ) পাখিরা বানরগুলোকে কি বলেছিল?

 

 

(ঙ) পাখিদের কথা শুনে বানরেরা কি চিন্তা করেছিল?

(চ) বৃষ্টি থেমে গেলে বানরেরা কি করেছিল?

আরও দেখুন :

 

Exit mobile version