Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

মিত্ত কও

আমাদের আজকের আলোচনার বিষয় ” মিত্ত কও “। যা “লোকনীতি” অধ্যায়ের অন্তর্ভুক্ত।

মিত্ত কও

 

মিত্ত খণ্ড

১হিতকরো পরো বন্ধু, বন্ধুপি অহিতো পরো,

অহিতো দেহজো ব্যাধি, হিতং অরঞঞ মোসধং।.

২।পরোদ্ধে গুণ হস্তারং পচ্চখে পিযবাদিনং,

বজ্ঞেয্য তাদিসং মিত্তং বিসকুম্ভে যথা মধুং।

৩।ধনহীনে চজে মিত্তো, পুত্ত-দারা সহোদরা,

ধনবস্তে’র সেবস্তি, ধনী লোক মহাসখা।

8। জানেয্য পেসনে ভচ্চং, বন্ধুবাপি ভাগতে,

অল্পকাসু তথা মিত্তং, দারঞ্চ বিভব যে।

৫। সো বন্ধু যো হিতে যুক্তো, পিতরো হোন্তি পোসকা,

তং মিত্তং যথ বিস্তাসো, সো ভরিয়া যথ নিতি।

৬। ন বিসসে অবিস্মথং, মিশুঞ্চ পি ন বিসসে,

কদাচি কুম্পিতে মিত্তে সদোসং পকাসতি।

৭। সকিং দুঠঞ্চ যো মিত্তং পুন সন্ধিভূমিচ্ছতি,

সো মং উপগগৃহাতি পরা অসতরী যথা ।

৮। বহে অমিত্তং খন্ধেন যাবকালং অনাগতে,

তমের আগত কালে নিগৃগণ হেয্য যথারু চি।

৯।ইনসেসো অগ্নিসেসো সত্তুমেসো তথে চ পুনপুনঃ বিবঢ়ন্তি,

তমা সেসং ন কারবে।

১০।পদুমং’ব মুখ ফস, বাচা চন্দন-সীতলা,

তাদিসং নো’পসেবেয্য, হৃদয়ে তু হলাহলং।

১১। ন সেবে ফরুসং সামিং, ন চ সেব্যে মচ্ছরিং,

ততো অপগগগৃহং সামি, নেব নিগৃহিতকং ততো।

১২।সিঙ্গিং পঞঞাসহথেন, সতেন রাজীনং বজ্জে,

হথিদপ্তিং সহম্মেন, দেস-চাপেন দুজ্‌জনং ।

১৩। কুদেসঞ্চ কুমিত্তঞ্চ কুকুলঞ্চ কুবান্ধবং কুদারঞ্চ কুদাসঞ্চ-

দুরতা পরিবজ্জযে।

১৪।রোগাতুরে চ দুর্ভিক্খে ব্যসনে চ সত্তুগহে,

রাজদ্বারে সুসানে চ সখা যে তিষ্ঠন্তি সুমিত্তকা।

১৫। সীতবাচো বহুমিত্তো, ফরুসো অপমিত্তকো,

উপমা এথ জ্ঞাতা চন্দ-সূরিখ- রাজুনং।

 

 

১। উপকার করলে পর বন্ধু হয়। অহিত করলে বন্ধু পর হয়। অহিত দেহ রোগের মত। আর উপকার বনজ ঔষধের মত।

২। যে পরোক্ষে অনিষ্ট করে, প্রত্যক্ষে ভালবাসে; তাকে কলসের ভেতরে বিষ ওপরে মধুর ন্যায় ত্যাগ করবে।

৩। ধনহীন হলে মিত্র, স্ত্রী-পুত্র, সহোদর সবাই ত্যগ করে। এজগতে ধনবানকে সবাই সেবা করে। ধনই মহাবন্ধুতুল্য।

৪। কাজে ভৃত্য, আপদ-বিপদে বন্ধু, ধনের অভাবে মিত্র এবং সম্পত্তিক্ষয়ে স্ত্রীকে পরীক্ষা কর।

৫। হিতসাধন করলে বন্ধু হয়। যে পালন করে সে-ই পিতা। বিশ্বাসীই মিত্র। যে শান্তিদায়িনী সে-ই স্ত্রী ।

৬। অবিশ্বাসীকে বিশ্বাস করবে না। মিত্রকেও সব বিষয়ে বিশ্বাস করতে নেই। বন্ধু কখনও বিরুদ্ধ হলে সমস্ত দোষ প্রকাশ করে দেবে।

৭। মিত্র বিরুদ্ধাচরণ করলে তার সাথে পুনরায় মিত্রতা করবে না। অশ্বচালকের মৃত্যুর মত তারও একই দশা হবে।

৮। যতদিন সুসময় আসবে না ততদিন শত্রুকে কাঁধে বহন করতে হয়। সুযোগ এলেই তাকে দমন করবে।

৯। ঋণ, অগ্নি ও শত্রু নির্মূল হল ভাবতে নেই। এগুলো সময়ে বৃদ্ধি পায় ।

১০। যার মুখ পদ্মের মত সুন্দর, বাক্য চন্দনের ন্যায় শীতল; কিন্তু হৃদয় বিষে পূর্ণ, সেরূপ ব্যক্তির সেবা করবে না।

১১। কর্কশভাষী, পরশ্রীকাতর, পীড়নকারী ও অহিতকামী প্রভুর সেবা করবে না।

১২। শিংধারী থেকে পঞ্চাশ হাত, অশ্ব থেকে একশ হাত এবং হাতি থেকে এক হাজার হাত দূরে থাকবে। দেশত্যাগ করতে হলে দুর্জনের সংসর্গ ত্যাগ করবে।

১৩। কুদেশ, কুমিত্র, কুকুল, কুবান্ধব, কুদার (স্ত্রী), কুদাস দূরে থাকতেই বর্জন করবে।

১৪। রোগাবস্থায়, দুর্ভিক্ষে, ব্যসনে (খারাপ কাজে), শত্রুর আক্রমণে, রাজদ্বারে ও শ্মশানে মিত্রের পরীক্ষা করবে।

১৫। মিষ্টভাষীর বহুমিত্র লাভ হয়। কর্কশভাষীর কম মিত্র লাভ হয়। চাঁদের আলো ও সূর্যকিরণ থেকে এ উপমা গ্রহণ করতে পার ।

 

 

অনুশীলনী

(ক) নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

১।বাল- দুজ্জন খণ্ড এর বিষয়বস্তু সংক্ষেপে লেখ।

২।লোকনীতির আলোকে মূর্খ ও দুষ্ট লোকের সংজ্ঞা দাও । 

৩।মিত্ত খণ্ড এর উপদেশগুলো সংক্ষেপে উদ্ধৃত কর।

8। মিত্ত খণ্ড এর তিনটি পালি গাথা বাংলা অনুবাদ সহ লেখ।

(খ) সংক্ষেপে উত্তর দাও :

১। দুষ্ট ও খল লোক কিরূপ প্রকৃতির?

২। মূর্খ লোককে কিভাবে চেনা যায়?

৩। মিত্রের লক্ষণগুলো কী কী?

৪। কিরূপ প্রভুর সেবা করা উচিত নয়?

৫। মিত্রকে কখন পরীক্ষা করা যায়?

(ঘ) শূন্যস্থান পূরণ কর :

১।দীঘা জাগরতো দীঘো সংসারো -যোজনং, অবিজানতং।

২। রোগাতুরে চ – বাসনে চ রাজদ্বারে চ সখা যে – সুমিত্তকা

(ঙ) সঠিক উত্তরে টিক (/) চিহ্ন দাও :

১। যখন পাপের ফল দিতে থাকে তখন মূর্খ কিসে পীড়িত হয়?

ক. রোগে

খ.অভাবে

গ. শোকে

ঘ. দুঃখে

২। পণ্ডিত ব্যক্তি প্রশংসা করলে তা কিরুপ হয়?

ক. সুবর্ণিত

খ. সুচিন্তিত

গ. সুললিত

খ. সুবিন্যস্ত

৩।কোন তিনটি নির্মূল হল ভাবতে নেই?

ক.যশ, মান, প্রতিপত্তি

খ. লোভ, দ্বেষ, মোহ

গ. ঋণ, অগ্নি, শত্রু

घ. ধন, জন, খ্যাতি

৪। বন্ধু কখনও বিরুদ্ধ হলে কী প্রকাশ করে দেয়।

ক.সমস্ত গুণ

খ. সমস্ত দোষ

গ.সমস্ত পরিকল্পনা

घ. সমস্ত কার্যকলাপ

আরও দেখুনঃ

 

Exit mobile version