আজকে আমাদের আলোচনার বিষয়-রূপমূলের বিলুপ্তি ও নতুন রূপমূলের উদ্ভাবন
রূপমূলের বিলুপ্তি ও নতুন রূপমূলের উদ্ভাবন
কালের বিবর্তনের যেকোন ভাষার রূপমূল ভাণ্ডারের অবক্ষয় ও বিলুপ্তি ঘটে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজনবোধের পরিবর্তনের সঙ্গে অনেক রূপমূল অপ্রচলিত হতে হতে একসময় বিলুপ্ত হয়ে যায়।
বর্তমান যান্ত্রিক যুগের হাওয়া বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার গ্রামের সমাজজীবনে যেমন প্রভাব বিস্তার করেছে তেমনি প্রভাব ফেলেছে ভাষার উপরও, এর ফলে হারিকেন, কুপির স্থান দখল করেছে বিদ্যুৎ। বিদেশে অবস্থানরত প্রিয় মানুষের চিঠির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় না, তার স্থানে এসেছে মোবাইল ফোনের ম্যাসেজ পদ্ধতি। ‘ডিশ’ কালচারের প্রভাবে দুনিয়া এখন হাতের মুঠোয়।
ধান ভানতে কেউ আর ঢেকির দ্বারস্থ হয় না। অল্প সময় লাগে বলে ধান ভাঙানোর মেশিন ঘরে যায়। এভাবেই পুরনো অনেক বিষয় বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অবসর সময়ে ডেমরার মানুষ হুককা/হুক্কা খেত, বর্তমানে এর স্থান দখল করেছে বিড়ি-সিগারেট। শরফতের (শরবত) স্থান দখল করেছে কোলডিনক (কোলড্রিংকস)। এভাবেই প্রতিনিয়ত পুরনো ধ্যান-ধারণার বিলুপ্তি হচ্ছে এবং এর
স্থান দখল করছে নতুন নতুন বস্তু ও প্রযুক্তি এবং এই অভিব্যক্তি প্রকাশে ব্যবহার হচ্ছে নতুন নতুন রূপমূল ।
বিনোদোন ও সাংস্কৃতিক ক্ষেত্র বিনোদনের ক্ষেত্রে পূর্বে ডেমরা অঞ্চলে জাতরা (যাত্রা পালা) মরাসুর বয়াতির গান, কবিগানের প্রচলন ছিল, বর্তমানে এর স্থানে এসেছে টিপি (টিভি), ছবি (সিমো), লেডিও (রেডিও), বিডিয়ু (ভিডিও)
খেলাধুলার ক্ষেত্রে পূর্বে প্রচলিত হাডুডু, দাইরাবান্দার স্থান দখল করে নিয়েছে ফুটবল, কিরিকেট (ক্রিকেট), বেট (ব্যাটমিন্টন) ইত্যাদি।
এভাবেই প্রতিনিয়ত নতুন নতুন রূপমূল শব্দভাণ্ডারে প্রবেশ করে ভাষাকে সমৃদ্ধ করছে। ডেমরার আঞ্চলিক শ্রমিক শ্রেণির ভাষায় প্রমিত ভাষার প্রচুর রূপমূল হুবহু আবার কিছু পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়। আবার এমন কিছু রূপমূল আছে যা এই অঞ্চলের নিজস্ব রূপমূল।
ডেমরার প্রচলিত ভাষায় বিদেশি রূপমূলের হুবহু ও পরিবর্তিত রূপে ব্যবহারও দেখা যায়। বিদেশি রূপমূলের ক্ষেত্রে আরবি ও ফারসি রূপমূলের ব্যবহার বেশি দেখা যায়, তবে বিদেশি রূপমূল এ অঞ্চলে আঞ্চলিক উচ্চারণে ব্যবহৃত হয়। আলোচনায় ডেমরার নিজস্ব রূপমূল ভাণ্ডারের তালিকা দেয়া হয়েছে। উল্লেখিত রূপমূল ভাঙার পর্যালোচনার মাধ্যমে এ অঞ্চলের ভাষার বিশেষত্ব নির্দেশ করে অন্যভাষা থেকে এ ভাষার স্বাতন্ত্র্য চিহ্নিত
করা সম্ভব।
আরও দেখুন: