Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

শিক্ষা উপকরণ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষা উপকরণ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার – যা আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণে শিক্ষা উপকরণ এর অন্তর্ভুক্ত।

শিক্ষা উপকরণ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বুঝায়

বিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক সভ্যতায় নতুন দ্বার খুলে দেয় Information and Communication Technology (ICT)। একুশ শতকের শুরুতে এই পুরো বিশ্ব নির্ভর হয়ে যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর। তৃতীয় শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব গড়ে ওঠে ICT-কে কেন্দ্র করেই ।

তথ্য বা ইনফরমেশন (ICT)বলতে আমরা বুঝি, অনেকগুলো ডাটা বা তথ্য কণিকা একত্র হয়ে যে বার্তা তৈরি করে। এ সকল তথ্য আদান-প্রদানের ডিজিটাল মাধ্যম হলো টেকনোলজি। বর্তমান ডিজিটাল টেকনোলজি বলতে প্রযুক্তির মাধ্যমে আমরা যা ব্যবহার করি, আমাদের এই যোগাযোগ মাধ্যম আইসিটি হিসেবে পরিচিত।

শিক্ষা উপকরণ-এ আইসিটি’র ব্যবহার

কম্পিউটার এটি ডেস্কটপ, ল্যাপটপ বা মিনি ল্যাপটপ ও প্যাড ধরনের হতে পারে। এ ছাড়া ফেসবুক (Facebook), মেসেঞ্জার (Mesenger), ইমো (Imo) হোয়াটসঅ্যাপ (What’s App) ইনস্টাগ্রাম (Instragram) ইত্যাদি ডিজিটাল কনটেন্ট তৈরিতে আমরা যা ব্যবহার করি।এছাড়া মনিটর (Monitor), মাউস, কি-বোর্ড, প্রিন্টার ও প্রজেক্টর ইত্যাদিও ব্যবহার করি। এছাড়াও প্রদর্শনের জন্য মার্কার, সাইনপেন, পোস্টার পেপার ও ব্যবহার করি।

কম্পিউটার-On-Off (চালনা) করা ছাড়াও এমএস ওয়ার্ড (MS Word) প্রোগ্রাম ও পাওয়ার পয়েন্ট (MS Power Point) প্রোগ্রাম এখানে ব্যবহার হয়ে থাকে। পাওয়ার পয়েন্ট (MS Power Point) প্রোগ্রামের Slide Show-এর মাধ্যমে লেকচার প্রদান করা হয়। একটি ফাইল খোলা, ফোল্ডার খোলা, বিভিন্ন ডাটা সেট করা, প্রয়োজনে প্রিন্ট দেওয়া ইত্যাদি কাজ অত্যন্ত সহজে সম্পন্ন করা যায় ।

পাওয়ার পয়েন্ট (Power Point) প্রোগ্রামের Slide Show-এর মাধ্যমে ছবি, অডিও, ভিডিও, সংযোজন ও বিয়োজন করে অত্যন্ত সুন্দরভাবে পাঠ্য বিষয় উপস্থাপন করা যায়। এতে শিক্ষার্থীরা মনোযোগে ও আনন্দ সহকারে পাঠ উপভোগ করতে পারেন।এমএস ওয়ার্ডে (MS Word), MS Power Point এ ছবি ও পরিচিতি,Slide-এর ছবি অনুশীলনের মাধ্যমে আয়ত্ব করতে হবে।

 

 

আইসিটি-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা

বর্তমান বিশ্বকে বলা হয় প্রযুক্তি নির্ভর বিশ্ব। যে সকল দেশ উন্নত দেশ হিসেবে পরিচিত প্রত্যেকটি দেশ প্রযুক্তি নির্ভর ও উন্নত প্রযুক্তিতে প্রতিষ্ঠিত। ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি অবকাঠামো খাতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে।

আমরা যদি শিক্ষাব্যবস্থার কথা আলোচনা করি তাহলে দেখতে পাব বর্তমান পৃথিবীতে প্রযুক্তির মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা, পরীক্ষাগ্রহণ, মিটিং সমস্ত কিছুই সহজে পরিচালনা করা যাচ্ছে। Zoom App (জুম অ্যাপ) দ্বারা বহু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীদের ভিডিওর মাধ্যমে শ্রেণি কার্যক্রমসহ সকল কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হচ্ছে।

এছাড়াও ICT-এর বহুবিধ সুবিধা রয়েছে।

 

 

তেমনি আরবি ভাষা ও সাহিত্য শিক্ষণে শিক্ষকের উপকরণ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে কোনো বিষয়ে অত্যন্ত সহজে জ্ঞানার্জন সম্ভব। ICT Based Education-এ মুহূর্তে সর্বাধিক ব্যবহৃত ও জনপ্রিয় মাধ্যম হওয়ায় এটি আমাদের সবার ব্যবহার আবশ্যক।

আরও দেখুনঃ

 

Exit mobile version