Site icon Language Gurukul [ ভাষা গুরুকুল ] GOLN

সংস্কৃত শব্দরূপ

আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ

 

সংস্কৃত শব্দরূপ

প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত সাতটি বিভক্তি ও সম্বোধন পদের একবচন, দ্বিবচন ও বহুবচনে শব্দের যে ভিন্ন ভিন্ন রূপ হয়, তাদের বলা হয় শব্দরূপ। কোন কোন শব্দের সম্বোধন পদে কোন রূপ হয় না। যেমন- অদৃ, যুগ্মদ্, ত্রি, চতুর ইত্যাদি। নিম্নে কয়েকটি শব্দের রূপ প্রদর্শন করা হল :

পুংলিঙ্গ শব্দ

সখি (বন্ধু)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : পূর্বস্থিত অপর কোন শব্দের সঙ্গে ‘সখি’ শব্দের সমাস হলে তার রূপ ‘নর’ শব্দের মত হয়। যেমন-প্রিয়সখ, রাজসখ, কৃষ্ণসখ ইত্যাদি।

পতি (প্রভু, স্বামী)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : পূর্বস্থিত অপর কোন শব্দের সঙ্গে সমাস হলে ‘পতি’ শব্দের রূপ ‘মুনি’ শব্দের মত হয় । যেমন- শ্রীপতি, ভূপতি, নরপতি, মহীপতি, শচীপতি, লক্ষ্মীপতি, নৃপতি, ক্ষিতিপতি ইত্যাদি ।

সুধী (জ্ঞানী)

একবচন

দ্বিবচন

বহুবচন

দ্রষ্টব্য : মন্দধী, অল্পধী, সুশ্রী, গভী (নির্ভীক) প্রভৃতি ঈ-কারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ ‘সুধী’ শব্দের মত। ‘সুধী’ শব্দ এবং ‘সুধী’ শব্দের মত যেসব শব্দের রূপ হয়, তাদের যেখানে ‘য়’ থাকবে সেখানেই হ্রস্ব ই-কার হবে, কিন্তু ‘য়’ না থাকলে দীর্ঘ ঈ-কার হবে।

ক্লীবলিঙ্গ শব্দ

বারি (জল)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : দধি, অস্থি (হাড়), সথি (উরু) ও অক্ষি (চোখ) ভিন্ন সকল হ্রস্ব ই-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ বারি শব্দের মত।

মধু (মিষ্ট তরলদ্রব্য বিশেষ)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : অম্বু (জল), অশ্রু (চোখের জল), জানু (হাঁটু), দারু (কাঠ), বস্তু, শুশু (দাড়ি) প্রভৃতি হ্রস্ব উ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ ‘মধু’ শব্দের মত।

জল (বারি)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : ফল, বন, কানন, তৃণ, পুষ্প, মূল, পত্র, মিত্র, সুখ, দুঃখ, পাপ, পুণ্য, নক্ষত্র, মুখ, নয়ন, নগর, শরীর, যুদ্ধ, ক্ষেত্র প্রভৃতি অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ ‘জল’ শব্দের মত।

 

 

সর্বনাম শব্দ

অমদ (আমি)

একবচন
দ্বিবচন
বহুবচন

দ্রষ্টব্য : অমদ্ শব্দের রূপ তিন লিঙ্গেই সমান ।

যুগ্মদ্ (তুমি)

একবচন
দ্বিবচন
বহুবচন

শব্দরূপের প্রয়োগ

বন্ধুগণ – সখায়ঃ। প্রিয়বন্ধু— প্রিয়সখঃ। পতির দ্বারা- – পত্যা। নরপতির — নরপতেঃ। মুনিগণের – মুনীনাম্ । হে সুধী – সুধীঃ। দুজন দাতা – দাতারৌ। ঘাতকগণের – হস্ত্বণাম্ । ভাইদের দ্বারা- ভ্রাতৃভিঃ । গরুর দ্বারা- — গবা । গরুগুলো — গাবঃ। মধুর দ্বারা: -মধুনা। মধুর—মধুনঃ। জল থেকে — – জলাৎ। আমরা দুজন- -আবাম্ । আমার দ্বারা — ময়া। আমা থেকে — মৎ। সে (পুং) – সঃ, (স্ত্রী) সা । তার – তস্য ।

তাকে(স্ত্রী) — তাম্ । কারা- — কে। কাদের ‘কেষাম্ (পুং), কাসাম্ (স্ত্রী)। কার কস্য (পুং), কস্যাঃ (স্ত্রী) । একের দ্বারা – একেন (পুং ও ক্লীব), একয়া (স্ত্রী)। দুটি — দ্বে (ক্লীব ও স্ত্রী)। দুজন (পুং) – বৌ । দুজন (স্ত্রী) — দ্বে। তিনজনের দ্বারা (পুং) – ত্রিভিঃ। তিনজনের দ্বারা (স্ত্রী) : তিসৃভিঃ । চারটি — চত্বারি (ক্লীব) । চারজন (পুং) — চত্বারঃ। চারজন (স্ত্রী) — চঃ।

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) “পিতৃ’ শব্দের রূপ দাতৃ/ভ্রাতৃ/মাতৃ/কর্তৃ শব্দের মত ।

(খ) ‘অম্বু’ শব্দের রূপ সাধু/বিধু/রিপু/মধু/শব্দের মত ।

(গ) ‘বারি’ শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ বারীণাম্/বারিণাম্/বারিণি/বারিণঃ ।

(ঘ)’জল’ শব্দের সপ্তমীর দ্বিচনের রূপ জলস্য / জলয়োঃ/জলানাম/জলেষু পুংলিঙ্গ ‘তদ্’ শব্দের সপ্তমীর একবচনের রূপ তথ্য/তশ্য/তস্য/তস্মিন্ ।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) শব্দরূপ কাকে বলে ?

(খ) ‘জেতৃ’ শব্দের রূপ কোন্ শব্দের মত?

(গ) ‘নৃ’ শব্দের অর্থ কি?

(ঘ) গাভী অর্থে ‘গো’ শব্দ কোন্ লিঙ্গ?

(ঙ)“শুশ্মশ্রু” শব্দের রূপ কোন শব্দের মত?

(চ) ‘পত্র’ শব্দের রূপ কোন্ শব্দের মত?

(ছ) ‘কিম্” শব্দ কোন্ শব্দের মত?

(জ) ‘কিম্’ শব্দ কোন্ লিঙ্গে প্রযুক্ত হয়?

(ঝ) ‘ত্রি’ শব্দ কোন্ কোন্ লিঙ্গে প্রযুক্ত হয়?

বাংলায় অনুবাদ কর :

(ক) নরপতেঃ । (খ) মধুনা । (গ) জলাৎ। (ঘ) ময়া । (ঙ) দাতারৌ । (চ) পত্যা । (ছ) বয়ম্ । (জ) ত্বাম্ ।

সংস্কৃতে অনুবাদ কর :

(ক) প্রিয় বন্ধু । (খ) আমাদের । (গ) তোমাদের । (ঘ) গরুর দ্বারা । (ঙ) মুনিদের । (চ) ভাইদের দ্বারা । (ছ) কাদের । (জ) তাদের । (ঝ) চারজন ।

নির্দেশ অনুযায়ী নিচের শব্দগুলির রূপ লেখ :

(ক) ‘প্রিয়সখ’ শব্দের তৃতীয়ার একবচন ।

(খ) ‘পতি’ শব্দের প্রথমার বহুবচন ।

(গ) ‘শ্রীপতি’ শব্দের ষষ্ঠীর একবচন ।

(ঘ) ‘সুধী’ শব্দের সপ্তমীর বহুবচন ।

(ঙ) ‘ভর্তৃ” শব্দের প্রথমার বহুবচন ।

(চ) ‘ভ্রাতৃ’ শব্দের ষষ্ঠীর একবচন ।

(ছ) ‘বারি’ শব্দের দ্বিতীয়ার বহুবচন ।

(জ) ‘জল’ শব্দের প্রথমার বহুবচন ।

(ঝ) ‘তদ’ শব্দের ক্লীবলিঙ্গে প্রথমার বহুবচন ।

(ঞ) ‘তদ্’ শব্দের পুংলিঙ্গে প্রথমার বহুবচন ।

 

 

(ট) ‘এক’ শব্দের পুংলিঙ্গে চতুর্থীর একবচন ।

(ঠ) ‘দ্বি’ শব্দের পুংলিঙ্গে সপ্তমীর দ্বিচন ।

(ড) ‘চুতুর্’ শব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার বহুবচন ।

আরও দেখুন :

 

Exit mobile version