আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণঃ পরমহংসঃ
শ্রীরামকৃষ্ণঃ পরমহংসঃ
শ্রীরামকৃষ্ণঃ পরমহংসঃ
শ্রীরামকৃষ্ণঃ পরমহংসঃ পশ্চিমবঙ্গস্য হুগলীজেলায়াঃ কামারপুকুরগ্রামে আবির্ভূতঃ। ধর্মনিষ্ঠঃ ক্ষুদিরামঃ চট্টোপাধ্যায়ঃ তস্য পিতা। সরলা পতিব্রতা করুণাময়ী চন্দ্রমণিদেবী তস্য মাতা। শৈশবে তস্য নামাসী গদাধরঃ। একদা স জ্যেষ্ঠভ্রাত্রা সহ কলিকাতাম্ আগতঃ। অত্র দক্ষিণেশ্বরে রাসমণিদেব্যা প্রতিষ্ঠিতে কালীমন্দিরে স পূজকো২ভবৎ। তস্য ভক্ত্যা পূজয়া চ প্রীতিং লম্বা জগজ্জননী কালিকা তৎসমীপে আবির্ভূতা। বিবিধৈর্মতৈঃ সাধনাং কৃত্বা স ঈশ্বরমলভত।
অনন্তরং সোহবদৎ, “সর্বে এব ধর্মাঃ পন্থানশ্চ সত্যম্। যেন কেনচিৎ পথা মতেন বা সাধনাং কৃত্বা ঈশ্বরো লভ্যতে।”শ্রীরামচন্দ্রমুখোপাধ্যায়স্য কন্যা সারদাদেবী শ্রীরামকৃষ্ণস্য সহধর্মিণী। স্বামী বিবেকানন্দঃ আসীত্তস্য শ্রেষ্ঠঃ শিষ্যঃ ।
শ্রীরামকৃষ্ণঃ শ্রীরামচন্দ্রস্য শ্রীকৃষ্ণস্য চ অবতারঃ। সঃ ‘অবতারবরিষ্ঠঃ’ ইতি বিবেকানন্দস্য অভিমতম্। অতঃ শ্রীরামকৃষ্ণঃ অবতাররূপেণ সর্বত্র পূজ্যতে।
অনুশীলনী
শব্দার্থ :
তস্য – তাঁর, ভক্ত্যা – ভক্তির দ্বারা। পূজয়া · পূজার দ্বারা। লক্ষ্মা লাভ করে। ঈশ্বরম্ — ঈশ্বরকে। – অলভত • লাভ করেছিলেন, লাভ করেছিল। পদ্ধানঃ পথসমূহ । পথা – পথের দ্বারা। মতেন মতের দ্বারা। বিবেকানন্দস্য – বিবেকানন্দের।
ব্যাকরণ
সন্ধি বিচ্ছেদ :
নামাসীৎ = নাম + আসীৎ। পূজকো২ভবৎ = পূজক + অভবৎ। বিবিধৈর্মতৈঃ = বিবিধৈঃ + মতৈঃ। ঈশ্বরমলভত = ঈশ্বরম্ + অলভত। পদ্ধানশ্চ = পন্থানঃ + চ। আসীত্তস্য = আসীৎ + তস্য।
কারণসহ বিভক্তি নির্ণয় কর :
শৈশবে – কালাধিকরণে ৭মী। দক্ষিণেশ্বরে, কালীমন্দিরে – অধিকরণে ৭মী। ভক্ত্যা, পূজয়া — হেতু অর্থে ৩য়া। মতেন, পথা – করণে ৩য়া।
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :
কালীমন্দিরে – কাল্যাঃ মন্দিরম্ (৬ষ্ঠী তৎ), তস্মিন্। জগজ্জননী জগতঃ জননী (৬ষ্ঠী তৎ)। – অবতারবরিষ্ঠঃ – অবতারেষু বরিষ্ঠঃ (৭মী তৎ)। অবতাররূপেণ – অবতারস্য রূপম্ (৬ষ্ঠী তৎ), তেন।
প্রশ্নমালা
সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন বিষ্ণুপুরে/বাণীপুরে/ব্রহ্মপুরে/কামারপুকুরে ।
(খ) শ্রীরামকৃষ্ণ কলিকাতায় এসেছিলেন মামা/পিতৃব্য জ্যেষ্ঠতাত/ জ্যেষ্ঠভ্রাতার সঙ্গে ৷
(গ) দক্ষিণেশ্বরের কালীমন্দির প্রতিষ্ঠা করেন রাসমণিদেবী/চন্দ্রমণিদেবী/যমুনাদেবী/সারদাদেবী
(ঘ) শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন মণিকাদেবী/কণিকাদেবী/সারদাদেবী/চন্দ্রাদেবী।
(ঙ) শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী ব্রহ্মানন্দ/স্বামী অভেদানন্দ/স্বামী বিবেকানন্দ/স্বামী বিজ্ঞানানন্দ ৷
বাক্য গঠন কর :
আবির্ভূতঃ, পিতা, শৈশবে, বিবেকানন্দঃ, শিষ্যঃ।
শব্দার্থ লেখ :
ভক্ত্যা, অলভত, বিবেকানন্দস্য, পথা, মতেন।
সন্ধি বিচ্ছেদ কর :
বিবিধৈর্মতৈঃ, আসীত্তস্য, ঈশ্বরমলভত, পন্থানশ্চ, পূজকো২ভবৎ ।
কারণসহ বিভক্তি নির্ণয় কর :
পথা, পূজয়া, শৈশবে, দক্ষিণেশ্বরে, মতেন।
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
জগজ্জননী, অবতাররূপেণ, কালীমন্দিরে, অবতারবরিষ্ঠঃ ।
বাংলায় উত্তর দাও :
(ক) শ্রীরামকৃষ্ণ কোথায় আবির্ভূত হন?
(খ) শ্রীরামকৃষ্ণের পিতার নাম কি?
(গ) শ্রীরামকৃষ্ণের মাতা কেমন ছিলেন?
(ঘ) শ্রীরামকৃষ্ণ কোন মন্দিরের পূজক ছিলেন?
(ঙ) সাধনায় সিদ্ধি লাভ করে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন?
আরও দেখুন :