দাওয়াতপত্র প্রাথমিক কখন

আজকে আমাদের আলোচনার  বিষয়-দাওয়াতপত্র  প্রাথমিক কখন

দাওয়াতপত্র  প্রাথমিক কখন

দাওয়াতপত্রের মাধ্যমে সাধারণত কাউকে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। এ প্রসঙ্গে প্রথমেই দাওয়াতপত্রের কার্যকর সংজ্ঞা নির্ধারণ করা যেতে পারে। বিভিন্ন অভিধানে আমন্ত্রণপত্র সম্পর্কে বলা হয়েছে-

১) ‘a card inviting someone to attend a party, wedding etc’ (Longman Dictionary of Contemporary English, 1987)

2) “a written or spoken request to come somewhere or do something or the act of inviting someone’ (Cambridge Dictionary, 2005)

3) “an invitation is a written or spoken request to come to an event such a party, a meal or a meeting’ (Collins English Dictionary, 2014) ।

কাউকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে আমন্ত্রিত অতিথি নিজেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মনে করেন। আমন্ত্রণ জানানোর পেছনেও কিছু কারণ রয়েছে, যেমন- নতুন কোনো সম্পর্ক তৈরি করা এবং তা রক্ষা করা, সামাজিক যোগাযোগ স্থাপন করা, কাউকে কোনো ধরনের তথ্য প্রদান করা, স্মৃতিতে ঐ অনুষ্ঠানটি রেখে দেওয়া প্রভৃতি।

দাওয়াতপত্রের বিবর্তনের দৃষ্টিকোণ থেকে বলা যায়, আগে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিকে আমন্ত্রণ জানানো হতো। চতুর্দশ শতকে ঘোষণাকারী চিৎকার করে বিয়ের অনুষ্ঠানে অতিথিকে আমন্ত্রণ জানাতেন। সেক্ষেত্রে উপস্থিত যারা শুনতে পেতেন, তারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারতেন।

পরবর্তীতে এক্ষেত্রে লিখিত দাওয়াতপত্রের প্রচলন ঘটে। ষোড়শ শতকে ধাতব পাতে খোদাই করে বিয়ের আমন্ত্রণপত্র তৈরি করা হতো। অষ্টাদশ শতকে প্রিন্টিং মেশিনে ছাপানো দাওয়াতপত্রের ব্যাপক প্রচলন ঘটে, যা এখনো পর্যন্ত প্রচলিত। কালের বিবর্তনে অনুষ্ঠানে যেমন ভিন্নতা দেখা যায় তেমনি দাওয়াতপত্রের ক্ষেত্রেও বৈচিত্র্য পরিলক্ষিত হয় (‘History of invitation’, 2008)

 

দাওয়াতপত্রঃ প্রাথমিক কখন

 

বর্তমানে করোনাকালীন মহামারীতে কিছু ক্ষেত্রে অনলাইন ভিত্তিক দাওয়াতপত্রের ব্যবহার দেখা যায়। কোন অনুষ্ঠানের দাওয়াতপত্রে সেই অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য, যেমন- কোথায়, কখন অনুষ্ঠিত হবে, তা উল্লেখ থাকে। বিয়ের দাওয়াতপত্রের ক্ষেত্রে বর-কনের পরিচিতি, অন্যান্য দাওয়াতপত্রে প্রধান অতিথি, বিশেষ অতিথি বা প্রধান বক্তার নাম উল্লেখ করে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

এতে করে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটি সম্পর্কে অবহিত হতে পারেন। প্রতিটি ভাষিক সমাজে নিজস্ব সংস্কৃতি অনুসারে দাওয়াতপত্র প্রচলিত।
প্রায়োগিকতা অনুসারে বাংলা ভাষায় প্রচলিত দাওয়াতপত্রসমূহকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন-

 

দাওয়াতপত্রঃ প্রাথমিক কখন

 

 

ক) পারিবারিক দাওয়াতপত্র

বিভিন্ন ধরনের পারিবারিক অনুষ্ঠান, যেমন- বিয়ে, বৌভাত, সুন্নাতে খাৎনা, অন্নপ্রাশন ইত্যাদি ক্ষেত্রে অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য পারিবারিক দাওয়াতপত্র আমাদের সংস্কৃতিতে বিদ্যমান। উল্লেখ্য, ধর্মীয়রীতিভেদে পারিবারিক দাওয়াতপত্রের ভাষা ভিন্ন হয়।

খ) ধর্মীয় দাওয়াতপত্র

ঈদ, পূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ বা শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে ধর্মীয় দাওয়াতপত্র ব্যবহার করা হয়। ধর্মীয়রীতিভেদে ধর্মীয় দাওয়াতপত্রের ভাষাতেও ভিন্নতা পরিলক্ষিত হয়।

গ) সামাজিক-সাংস্কৃতিক দাওয়াতপত্র

সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন- কবিতা উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী, নাটোৎসব, বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন, সংবর্ধনা প্রদান প্রভৃতি। এসব অনুষ্ঠানের ক্ষেত্রেও আমন্ত্রণকারী দাওয়াতপত্রের মাধ্যমে আমন্ত্রণগ্রহিতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

 

দাওয়াতপত্র প্রাথমিক কখন

 

ঘ) দাপ্তরিক দাওয়াতপত্র

বিভিন্ন দপ্তরে অনুষ্ঠান বা দিবস উদযাপনের জন্য দাপ্তরিক দাওয়াতপত্রের মাধ্যমে অতিথিকে আমন্ত্রণ জানানোর রীতি আমাদের সমাজে প্রচলিত। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক দাওয়াতপত্রের প্রচলন রয়েছে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, প্রতিষ্ঠা বার্ষিকী প্রভৃতি উল্লেখযোগ্য দিনে দাপ্তরিক দাওয়াতপত্রের মাধ্যমে অতিথিকে আমন্ত্রণ জানানো হয় ।

ঙ) একাডেমিক দাওয়াতপত্র

বিভিন্ন ধরনের জাতীয় বা আন্তর্জাতিক সেমিনার, গ্রন্থের প্রকাশনা উৎসব, স্মারক বক্তৃতা, বিভিন্ন ধরনের কর্মশালা, প্রখ্যাত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডে দাওয়াতপত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানোর রীতি আমাদের সংস্কৃতিতে বিদ্যমান।

দাওয়াতপত্রের মাধ্যমে সামাজিক যোগাযোগ সম্পন্ন হয়, এই কারণে দাওয়াতপত্রের ভাষা গুরুত্বপূর্ণ। দাওয়াতপত্র যে ভাষাতেই লেখা হোক না কেনো, যেহেতু দাওয়াতপত্রের মাধ্যমে অতিথিকে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনুরোধের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়, তাই দাওয়াতপত্রে অন্তর্নিহিত সংজ্ঞাপন কর্ম বা বাককৃতি এবং ভাষিক উপাদান সমৃদ্ধ বিনম্রতার উপস্থিতি বাঞ্ছনীয় ।

আরও দেখুন:

 

Leave a Comment