প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

আজকে আমাদের আলোচনার  বিষয়-প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

আমেরিকান দার্শনিক মরিস (Morris, 1937) তাঁর Logical positivism, Pragatism and Scientific Empiricism প্রবন্ধে প্রথম প্রয়োগার্থবিজ্ঞানের (pragmatics) উল্লেখ করেছেন। তিনি চিহ্নবিজ্ঞানের তিনটি শাখার কথা বলেছেন, যথা- বাক্যতত্ত্ব (syntactics), শব্দতত্ত্ব (semantics) এবং প্রয়োগার্থবিজ্ঞান (pragmatics)। গ্রিক শব্দ ‘pragma’ দিয়ে কোন কাজ নির্দেশ করা হয়।

pragma থেকে উদ্ভূত হয়েছে pragmatics বা প্রয়োগার্থবিজ্ঞান। সত্তরের দশকের শেষের দিকে ভাষাবিজ্ঞানের একটি শাখা হিসেবে বিকশিত হয় প্রয়োগার্থবিজ্ঞান। এখানে মূলত ‘প্রয়োগ অনুসারে ভাষার অর্থ’ নিয়ে আলোচনা করা হয় ।

 

প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

 

বক্তার উচ্চারিত শব্দ অথবা উক্তি অথবা বাক্যের পরিস্থিতি অনুসারে অর্থ এ জ্ঞান শাখায় বিবেচনা করা হয়। লেভিনসন তাঁর গবেষণায় (Levinson, 1983) উল্লেখ করেছেন, মানুষ কীভাবে প্রসঙ্গ অনুসারে উপযুক্ত বাক্যসমূহ পরস্পর সাজিয়ে ভাষায় ব্যবহার করতে পারে তার অধ্যয়নই প্রয়োগার্থবিজ্ঞান (pragmatics)। এটি প্রসঙ্গ এবং ভাষার ব্যবহারকে সম্পৃক্ত করে।

ইয়ল (Yule, 1996) প্রয়োগার্থবিজ্ঞানের চারটি সংজ্ঞা প্রদান করেছেন, যথা- ‘বক্তার অর্থের অধ্যয়ন’, ‘প্রসঙ্গগত অর্থের অধ্যয়ন’, ‘বক্তার উচ্চারিত উক্তির অধিক যোগাযোগের অধ্যয়ন’, ‘আপেক্ষিক দূরত্ব (relative distance) প্রকাশের অধ্যয়ন’। প্রতিটি ক্ষেত্রেই অর্থ এবং প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।

 

প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

 

 

A Brief Sketch on The Origin and Devepopment of Pragmatics প্রবন্ধে আরিফ (Arif, 2013) প্রয়োগার্থবিজ্ঞানের উদ্ভব বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। ভাষিক দর্শন (Philosophy of language) থেকে উদ্ভূত হয়ে কীভাবে রূপকার্থে ভাষাবিজ্ঞানের ‘ময়লার ঝুড়ি’ (waste basket) থেকে প্রয়োগার্থবিজ্ঞান বর্তমান অবস্থায় এসেছে তাও তিনি উল্লেখ করেছেন এ প্রবন্ধে।

 

প্রয়োগার্থবিজ্ঞান সম্পর্কিত পূর্ব গবেষণা

 

On Some Definition of Pragmatics and Semantics প্রবন্ধে আরিফ (Arif, 2012 ) অর্থবিজ্ঞানের সাথে প্রয়োগার্থবিজ্ঞানের সম্পর্ক, এদের বিষয়বস্তু, প্রকৃতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্য বিষয়ে আলোচনা করেছেন। একইসাথে তিনি অর্থবিজ্ঞানের বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করে প্রয়োগার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন যা প্রয়োগার্থবিজ্ঞানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

আরও দেখুন:

 

Leave a Comment