সংস্কৃত অভিধানিকা

আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত অভিধানিকা

সংস্কৃত অভিধানিকা

 

সংস্কৃত অভিধানিকা

 

সংস্কৃত অভিধানিকা

অতঃ- অতএব । অভ্রান্তরে- ইত্যবসরে।

অথ – তারপর। অবতারবরিষ্ঠঃ— অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। অবতাররূপেণ- অবতাররূপে। অবতীৰ্য্য— অবতীর্ণ হয়ে। অবদৎ- বলেছিল। অবস্থাপ্য অবস্থাপন করে।

আগত্য – এসে। আসীৎ ছিল। আহারাৎ- আহার থেকে। আলোচ্য – পর্যালোচনা করে।

ইতি – এই। ইব- মত ।

ঈশ্বরঃ – সৃষ্টিকর্তা, প্রভু।

উচ্যতে – বলা হয়। উৎপাদ্য – উৎপাদন করে। উপাসতে – উপাসনা করেন।

ঋতূনাম্ – ঋতুসমূহের মধ্যে।

একৈকম্ – একটি একটি করে। এতৎ- এই। এষাম্ – এদের (পুং)।

কপর্দকৈঃ— কড়িগুলো দিয়ে। কর্মণি – কর্মে। করিষ্যামি – করব। কশ্চিৎ – কোনও (পুং), কাচিৎ – কোনও (স্ত্রী)। কিমর্থম্ – কিসের জন্য। কুত্র – কোথায়। কুসুমাকরঃ – বসন্ত। কৃত্বা – করে। কোটরাৎ – কোটর – – থেকে। কোপাৎ – ক্রোধবশত ।

 

সংস্কৃত অভিধানিকা

 

খণ্ডিতবন্তঃ – খণ্ড খণ্ড করেছিল। খাদামি – খাই।

গচ্ছন্ – যেতে যেতে। গতে- গেলে। গৃহাৎ- ঘর থেকে। গোবিন্দায় গোবিন্দকে।

ঘোরাকৃতিম্ – ভয়ংকর আকৃতিবিশিষ্ট ।

চিন্তয়িত্বা – চিন্তা করে। চূর্ণিতঃ- যা চূর্ণ করা হয়েছে।

জরাগ্রস্তঃ – জরাপীড়িত। জ্ঞাত্বা – জেনে। জ্ঞানযজ্ঞঃ – জ্ঞানরূপ যজ্ঞ । জ্ঞানেন – জ্ঞানের দ্বারা ।

তদর্থম্ – তার জন্য। তয়োঃ তাদের দুজনের। ভর্তি – তাহলে। তুয়া – তোমার দ্বারা। তান্ – তাদেরকে। – তেষাম্ – তাদের (পুং)। তেষু – তাদের মধ্যে (পুং)। তৌ- তারা দুজন ।

নারীণাম্ – নারীগণের। নিধায় – স্থাপন করে, রেখে। নিযোজ্য – নিযুক্ত করে। নীড়েষু – বাসাগুলোতে।

পক্ষিণাম্ – পাখিদের । পরন্তপ – হে শত্রুপীড়নকারী। পলায়তে – পলায়ন করে। পলায়িতুম্ – পালাতে। পশূনা – পশুদের। পশুভিঃ – পশুদের দ্বারা। পুণ্যতিথৌ- পুণ্যতিথিতে। পুষ্পেভ্যঃ – পুষ্পগুলো থেকে। প্রকোপায় – – কোপের কারণ । প্রাপ্নোমি – পাই।

বনমার্গেণ – বনপথ দিয়ে। বহিষ্কৃতবান্ – বের করে দিয়েছিল। বিদধীত – করা উচিত। বিন্দতি – লাভ করে। বিপদি বিপদে। বিগহাঃ – পাখিগুলো ।

ভক্ত্যা- ভক্তির দ্বারা। ভবতু – হোক। ভবন্তম্ – আপনাকে। ভক্ষয়িতুম – খেতে। ভূষণম্ – অলংকার। ভেতব্যম্ – ভয় পাওয়ার যোগ্য ।

মত্বা – মনে করে। মহতাম্ – মহদ্‌ব্যক্তিগণের। মাম্ – আমাকে। মিত্রম্ – বন্ধু। –

যত্নেন – যত্নের সঙ্গে। যথাভিলাষম্ ইচ্ছানুসারে। যদা যখন যাস্যামি – যাব। –

রক্ষণায় – রক্ষার জন্য। রবম্ – শব্দ। রৌদ্রাকুলিতঃ – রৌদ্রের দ্বারা ক্লান্ত ।

লভ্যতে – লাভ করা হয়। লগুড়েন- লাঠি দিয়ে।

শরেণ — তীর দ্বারা। শশ্বৎ – সর্বদা। শীতাৎ – শীতের ফলে। শোচতি – শোক করে। শোভন্তে – শোভা পায় ৷ – শুত্বা শুনে।

সমায়াতি – আসে। সর্বতঃ সকল দিকে। সরোবরস্য সরোবরের। স্নানার্থম্ স্নানের জন্য ।

 

সংস্কৃত অভিধানিকা

 

হৄষ্যতি – আনন্দিত হয়।

দ্রষ্টব্য : বহু = বহুবচন। পুং = পুংলিঙ্গ। স্ত্রী-ত্রীলিঙ্গ।

 

আরও দেখুন :

Leave a Comment