আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত ণত্ব-ষত্ব-বিধানম
সংস্কৃত ণত্ব-ষত্ব-বিধানম
সংস্কৃত ণত্ব-ষত্ব-বিধানম
যে-সকল বিধান বা নিয়ম অনুযায়ী দন্ত্য নৃ মূর্ধন্য ণ্-তে পরিণত হয়, তাদের ণত্ব-বিধান বলা হয় । প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে দন্ত্য নৃ মূর্ধন্য ণ-তে পরিণত হয় :
এক পদস্থিত ঋ, খৃ, র্, ও মূর্ধন্য ষ্—এই চারবর্ণের পরবর্তী দন্ত্য নৃ মূর্ধন্য ণ্ হয়।
ঋ – তৃণম্, নৃণাম্, ঋণম্, তিসৃণাম্ ইত্যাদি। ৠ – দাতৃণাম্, পিতৃণাম্, ভ্রাতৃণাম্, নেতৃণাম্ ইত্যাদি।
র্ – কর্ণঃ, বর্ণঃ, চতুর্ণাম্, বিদীর্ণম্, ইত্যাদি।
ঘ. কৃষ্ণঃ, বিষ্ণুঃ, তৃষ্ণা, সহিষ্ণু ইত্যদি।
স্রষ্টব্য : ফ = ষ্ + ণ
যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব্, হ্, বা ( অনুষার)-এর ব্যবধান থাকে তাহলেও ঋ, খৃ, র ও ঘৃ-এর পরস্থিত একপদস্থ দন্ত্য নৃ মূর্ধন্য ণ্ হয়। যেমন-
স্বরবর্ণের ব্যবধান- করণম্ (র্ + অ + ণ)।
ক-বর্গের ব্যবধান- তর্কেণ (র্ + ক্ + এ + ণ)।
প-বর্গের ব্যবধান- দৰ্পেণ (র্ + প্ + এ + 9)।
ঘৃ-এর ব্যবধান – সূর্যেণ (র্ + যৃ + এ + ণ)।
বৃ-এর ব্যবধান- গর্বেণ (র্ + ব্ + এ + ণ)।
হ্-এর ব্যবধান- গ্রহণে (র্ + অ + হ্ + এ + ণ)।
(অনুস্বার)-এর ব্যবধান – বৃংহণম্ (ঋ + 2 + হ্ + অ + ণ)
পরা, পূর্ব ও অপর শব্দের পরস্থিত ‘অহ্ন’ শব্দের দন্ত্য নৃ মূর্ধন্য ণ্ হয়। যেমন-প্রাহঃ পরাহঃ পূর্বাহ্ণঃ, অপরাহঃ।
প্র, পরা পরি ও নির্—এই চারটি উপসর্গের পরবর্তী নম্, নশ্, নী প্রভৃতি ধাতুর দন্ত্য ন মূর্ধন্য ণ্ হয়। যেমন-
নম্-প্রণমতি, পরিণমতি, প্রণামঃ, পরিণামঃ।
নশৃ-প্রণশ্যতি, প্রণাশঃ, পরণিশ্যতি।
নী-প্রণয়তি, প্রণয়ঃ পরিণতি, পরিণয়ঃ ।
দ্রষ্টব্য : . = র্। = ঋতু = হ্+ণ।
ষত্ব বিধান
যে-সকল বিধান বা নিয়ম অনুযায়ী দন্ত্য স্ মূর্ধন্য ষ্-তে পরিবর্তিত হয় তাদের ষত্ব-বিধান বলা হয়। ষ-ত্বর চারটি প্রধান বিধান বা নিয়ম নিম্নে প্রদত্ত হল :
অ, আ ভিন্ন স্বরবর্ণ এবং ক্ ও র্-এদের যে-কোন বর্ণের পরস্থিত প্রত্যয়ের দন্ত্য স্ মূর্ধন্য ষ্ হয়। যেমন-
অ, আ ভিন্ন স্বরবর্ণের পর মুনিষু, সাধুষু, নদীষু ।
ক্-এর পরে-দিক্ষু (ক্ষ = ক + ষ )
র্-এর পরে – চতুর্ষু, গীষু, সর্বেষু ।
ং (অনুস্বার) এবং ঃ (বিসর্গ)-এর ব্যবধান থাকলেও প্রত্যয়ের দন্ত্য স্ মূর্ধন্য ষ্ হয়। যেমন- হবীংষি, ধনুংষি, আয়ুংষু ।
ই-কারান্ত ও উকারান্ত উপসর্গের পর সিচ্, স্থা, সদৃ, সিধ প্রভৃতি ধাতুর দন্ত্য স্ মূর্ধন্য ষ্ হয়। যেমন- ই-কারান্ত উপসর্গের পর- অভিষেকঃ,
প্রতিষ্ঠানম্, নিষাদঃ, প্রতিষেধঃ ।
দ্রষ্টব্য : অভিষেকঃ = অভি-সিচ্ + যজ্ঞ।
প্রতিষ্ঠানম্ = প্রতি-স্থা + অনট্। নিষাদঃ = নি-সদৃ + ঘঞ।
প্রতিষেধঃ = প্রতি-সিৰ্ + ঘঞ ।
উ-কারান্ত উপসর্গের পর-অনুষ্ঠানম্, অনুষেধতি।
দ্রষ্টব্য : অনুষ্ঠানম্ = অনু-স্থা + অল্ট।
অনুষেধতি = অনু – সিৰ্ + লট্ তি ।
ট-বর্গের পূর্ববর্তী দন্ত্য স্ মূর্ধন্য ষ হয়। যেমন-কষ্টম্, স্পষ্টঃ, ওষ্ঠঃ, দুষ্টঃ।
প্রশ্নমালা
সঠিক উত্তরটির পাশে ঠিক (/) চিহ্ন দাও :
(ক) তর্কেন/তর্কেণ/তার্কেন/তার্কেল
(খ) অপরত্নঃ/অপরাহ্নঃ/আপরাহ্ঃ/আপরাহ্নঃ।
(গ) অনুস্টানম্/অনুষ্ঠাম/অনুষ্ঠানম্/আনুষ্ঠানম্ ।
(ঘ) পরিণ্যশ্যতি/পরিণশ্যতি/পরিষ্যতি/পরিনস্যতি ।
শুদ্ধ কর :
করনম্, হরিনঃ, পূর্বাহ্নঃ, মধ্যাহ্ঃ, নরেশু, নদীসু, অনুস্টানম্ ।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) এক পদস্থিত ম্-এর পরে কোন্ নৃ হয়?
(খ) ‘তৃণম্’ পদে কেন মূর্ধন্য ণ্ হয়েছে?
(গ) ‘পূর্বাহ্ণ’ পদে কেন মূর্ধন্য ণূ হয়েছে?
(ঘ) ‘প্রণয়ঃ’ পদে কেন মূর্ধন্য ণ হয়েছে?
(ঙ) ই-কারান্ত উপসর্গের পর ‘সিচ্’ ধাতুর দন্ত্য স্ কোন্ স হয়?
(চ) ‘কষ্টম্’ পদে মূর্ধন্য-ষ হয়েছে কেন?
আরও দেখুন :