সংস্কৃত সুভাষিতানি

আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত সুভাষিতানি

সংস্কৃত সুভাষিতানি

 

সংস্কৃত সুভাষিতানি

 

সংস্কৃত সুভাষিতানি

তক্ষকস্য বিষং দন্তে মক্ষিকায়াঃ বিষং শিরে।

বৃশ্চিকস্য বিষং পুচ্ছে সর্বাঙ্গে অসতো বিষম্ ॥

১ বরমেকো গুণী পুত্রো ন চ মূর্খশতৈরপি।

একশ্চন্দ্রস্তমো হন্তি ন চ তারাগণৈরপি ॥

২ পরিবর্তিনি সংসারে মৃতঃ কো বা ন জায়তে ।

স জাতো যেন জাতেন যাতি বংশঃ সমুন্নতিম্ ॥

৩ লোভাৎ ক্রোধঃ প্রভবতি ক্রোধাদৃদ্রোহঃ প্রবর্ততে ।

দ্রোহেণ নরকং যাতি শাসত্রজ্ঞো২পি বিচক্ষণঃ ॥

৪ মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ।

আত্মবৎ সর্বভূতেষু যঃ পশ্যতি স পণ্ডিতঃ ॥

৫ উদ্যমেন হি সিধ্যস্তি কার্যাণি ন মনোরথেঃ।

ন হি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগাঃ ॥

৬ বরং পর্বতদুর্গেষু ভ্রান্তং বনচরৈঃ সহ ।

ন মূর্খজনসংসর্গঃ সুরেন্দ্রভবনেষুপি ॥

৭ অয়ং নিজঃ পরো বেতি গণনা লঘুচেতসাম্।

উদারচরিতানাং তু বসুধৈব কুটুম্বকম্ ॥

৮ উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপবে।

রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ ॥

৯ নীচং গুরুতরযত্নাদর্পিতমপি ভূভূতোহগ্রে।

তরলতয়া যৎ সলিলং স্থলতি সহসা স্বয়ং নীচে ॥ ১০

অনুশীলনী

শব্দার্থ :

মক্ষিকায়াঃ— মাছির। বৃশ্চিকস্য – বিষাক্ত পোকার। জায়তে— জন্ম নেয়। জাতেন— জন্মের দ্বারা। বিচক্ষণ— পণ্ডিত ব্যক্তি। লোষ্ট্রবৎ— মাটির ঢেলার মত। সর্বভূতেষু – সকল প্রাণীর মধ্যে। সুপ্তস্য— ঘুমন্তের। পর্বতদুর্গেষু— পর্বতের গুহায়। লঘুচেতসাম্—সংকীর্ণ-হৃদয় ব্যক্তিদের। কুটুম্বকম্— আত্মীয়। ব্যসনে— বিপদে। ভূভূতঃ – পর্বতের।

ব্যাকরণ

সন্ধি বিচ্ছেদ :

বরমেকো = বরম্ + একঃ। একশ্চন্দ্রস্তমো = একঃ + চন্দ্ৰঃ + তমঃ। ক্রোধাদৃদ্রোহঃ = ক্রোধাৎ + দ্রোহঃ। শাত্রজ্ঞোঽপি = শাসব্রজ্ঞঃ + অপি। সুরেন্দ্রভবনে পি = সুরেন্দ্রভবনেষু + অপি। যস্তিষ্ঠতি = যঃ + তিষ্ঠতি। গুরুতরযত্নাদর্শিতমপি = গুরুতরযত্নাৎ + অর্পিতম্ + অপি।

কারণসহ বিভক্তি নির্ণয় :

তক্ষকস্য – সম্বন্ধে ৬ষ্ঠী । বিষং – কর্মে ২য়। মূর্খশতৈঃ – করণে ৩য়া। পরিবর্তিনি – অধিকরণে ৭মী। লোভাৎ – হেতু অর্থে ৫মী। পরদারেষু – অধিকরণে ৭মী। পণ্ডিতঃ – কর্তায় ১মা। বনচরৈঃ – সহার্থে ৩য়া। লঘুচেতসাম্ – সম্বন্ধে ৬ষ্ঠী। তরলতয়া হেতু অর্থে ৩য়া। –

ব্যাসবাক্যসহ সমাসের নাম :

শাস্ত্রজ্ঞঃ- শাসত্রং জানাতি যঃ সঃ (উপপদতৎ)। পরদারেষু – পরাণাং দারাণি (৬ষ্ঠীত‍), তেষু। পর্বতদুর্গেষু – পর্বতানাং দুর্গাণি (৬ষ্ঠী তৎ), তেষু। মূর্খজনসংসর্গঃ – মূর্খঃ জনঃ (কর্মধারয়), তেষাং সংসর্গঃ (৬ষ্ঠী তৎ)। সুরেন্দ্রভবনেষু – সুরাণাম্ ইন্দ্রঃ যঃ সঃ, সুরেন্দ্র (বহুব্রীহি), তস্য ভবনম্ (৬ষ্ঠী তৎ), তেষু (গৌরবে বহু)।

 

সংস্কৃত সুভাষিতানি

 

প্রশ্নমালা

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও:

(ক) তক্ষকের বিষ থাকে মাথায় / দন্তে / পায়ে / লেজে।

(খ) শতমূর্খের চেয়ে ভাল একজন গুণিপুত্র / বিদ্বানপুত্র/ মূর্খপুত্র / সুন্দরপুত্র।

(গ) লোভ থেকে জন্ম নেয় দ্রোহ / অসুখ / ক্রোধ/আকাঙ্ক্ষা।

(ঘ) সকল প্রাণীকে দেখতে হবে নিজের / শত্রুর / বন্ধুর / মূর্খের মত।

(ঙ) আনন্দে, বিপদে যে পাশে থাকে সে-ই বান্ধব / পণ্ডিত / গুণী / সজন

বাক্য রচনা কর :

শিরে, হস্তি, মৃগাঃ, বরং, অয়ং, নীচং।

শব্দার্থ লেখ:

পুচ্ছে, অসতঃ, হস্তি, পরিবর্তিনি, লোভাৎ, মাতৃবৎ, প্রবিশক্তি, তরলতয়া ।

সন্ধি বিচ্ছেদ কর:

মূর্খশতৈরপি, কো বা, সুরেন্দ্রভবনেধ্বপি, যস্তিষ্ঠতি, বসুধৈব, ভূভূতো২গ্রে।

কারণসহ বিভক্তি নির্ণয় কর:

মক্ষিকায়াঃ, সর্বাঙ্গে, সমুন্নতিম্, দ্রোহাত্, নরকং, মনোরথৈঃ, রাষ্ট্রবিপবে।

 

সংস্কৃত সুভাষিতানি

 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

মূর্খশতৈঃ, শাসব্রজ্ঞঃ, পরদ্রব্যেষু, মূর্খজনসংসর্গঃ। উদারচরিতানাং, রাজদ্বারে।

আরও দেখুন :

 

Leave a Comment