কপটবনধু কথা

আজকে আমাদের আলোচনার বিষয় কপটবনধু কথা

কপটবনধু কথা

 

কপটবনধু কথা

 

কপটবনধু কথা

আসীৎ বাণীপুরং নাম কশ্চিদ্ গ্রামঃ। তত্র আস্তাং শ্যামলঃ কমলশ্চ দ্বৌ বন্ধু। একদা তৌ বনমার্গেণ গচ্ছন্তৌ ভলুমেকম্ অপশ্যতাম্। তমবলোক্য তয়োর্মনসি ভয়ং সঞ্জাতম্। অতঃ প্রাণরক্ষার্থং তৌ যত্নম্ অকুরুতাম্ । বলিষ্ঠঃ শ্যামলঃ তৎক্ষণাদেব নিকটস্থং বৃক্ষমারূঢ়ঃ। কমলস্য তু বৃক্ষারোহণে সামর্থ্যং নাসীৎ। নিরুপায়ঃ স বৃক্ষস্য অধোভাগে মৃত ইব স্থিতঃ।

ভলুকস্তত্রাগত্য নাসিকয়া আঘ্রায় তাং মৃতং মত্বা প্রস্থিতঃ । গতে ভলুকে শ্যামলো বৃক্ষাৎ অবতীর্য অবদৎ, “সখে কমল! ভলুকস্তে কর্ণে কিমকথয়?” কমলো বদৎ, “বিপদি মিত্রং পরিত্যজ্য যঃ পলায়তে স ন প্রকৃতো বন্ধুঃ। অবশ্যমেব স পরিত্যাজ্য ইতি ভলুকেনোক্তম্ । ”

আপসু মিত্রং জানীয়াৎ

অনুশীলনী

শব্দার্থ :

মনসি— মনে। অধোভাগে— নিচে। নাসিকয়া— নাক দ্বারা। মতা— মনে করে। আঘ্রায় — ঘ্রাণ নিয়ে। পরিত্যজ্য— পরিত্যাগ করে। পরত্যাজ্যঃ— পরিত্যাগের যোগ্য। আপসু— বিপদে।

ব্যাকরণ

(ক) সন্ধিবিচ্ছেদ

ভলুকমেকম্  = ভলুকম্ + একম্। তমবলোক্য = তম্ + অবলোক্য। ভলুকব্রাগত্য = ভলুকঃ + তত্র + ভলুকমেকম্ – আগত্য। ভলুকেনোক্তম্ = ভলুকেন + উক্তম্। অবশ্যমেব = অবশ্যম্ + এব।

(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :

মনসি— অধিকরণে ৭মী । বৃক্ষম্— কর্মে ২য়া। নাসিকয়া — করণে ৩য়া। ভলুকেন — কর্তায় ৩য়া। তে— সম্বন্ধে ৬ষ্ঠী। বৃক্ষাৎ— অপাদানে

 

কপটবনধু কথা

 

(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

নিরুপায়ঃ— নাস্তি উপায়ঃ যস্য সঃ (বহুব্রীহিঃ)। বৃক্ষারোহণে— বৃক্ষস্য আরোহণম্ (ষষ্ঠীতৎ), তস্মিন্। বনমার্গেণ— বনস্থিতঃ মার্গঃ (মধ্যপদলোপী কর্মধারয়ঃ), তেন। নিকটস্থম্— নিকটে তিষ্ঠিতি যঃ (উপপদত‍), তম্ ।

প্রশ্নমালা

সঠিক উত্তরটি পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) বাণীপুর একটি দেশের/গ্রামের/নগরের/প্রদেশের নাম ।

(খ) শ্যামল ও কমল বনের ভেতর দেখেছিল বাঘ/সিংহ/শূকর/ভলুক।

(গ) ভয়ার্ত শ্যামল আরোহণ করেছিল গাছে/পর্বতে/টিনের চালে/স্তম্ভে |

(ঘ) ভলুক কমলকে দন্তাঘাত/ নখাঘাত/আঘ্রাণ/পদাঘাত করেছিল।

(ঙ) বন্ধুকে বুঝতে হবে বিপদ কালে/সম্পদ কালে/ মৃত্যু কালে/বিবাহ কালে।

বাংলায় উত্তর দাও :

(ক) শ্যামল ও কমল কোথায় বাস করত?

(খ) ভলুককে দেখে শ্যামল ও কমলের মনের অবস্থা কিরূপ হয়েছিল?

(গ) প্রাণ রক্ষার জন্য শ্যামল কি করেছিল?

(ঘ) নিরুপায় কমল কি করেছিল?

(ঙ) ভলুক চলে গেলে শ্যামল কমলকে কি বলেছিল?

 

কপটবনধু কথা

 

(চ) শ্যামলের কথা শুনে কমল কি বলেছিল?

(ছ) কখন মিত্রের পরিচয় পাওয়া যায়?

আরও দেখুন :

 

Leave a Comment