আজকে আমাদের আলোচনার বিষয় জরদ্গব কথা
জরদ্গব কথা
জরদ্গব কথা
অস্তি পদ্মাতীরে বিশালো বটবৃক্ষঃ। তস্য কোটরে জরদ্গবো নাম জরাগ্রস্তঃ কশ্চিৎ গৃধ্রো নিবসতি স্ম। বৃক্ষবাসিনো বিহগাঃ তেষাম্ আহারাৎ কিঞ্চিৎ উদ্ধৃত্য তস্মৈ প্রাযচ্ছন্। তেন স জীবতি স্ম । একদা কশ্চিদ্ বিড়ালঃ পক্ষিশাবকান্ ভক্ষয়িতুং তত্রাগত্য জরদ্গবম্ আশ্রয়ম্যাচত। জরদ্গবো২বদ, “দূরমপসর, নচেৎ ত্বং ময়া হন্তব্যঃ।” তদা ধূর্তো বিড়ালঃ বিবিধৈঃ শাসত্রবচনৈঃ জরদ্গবস্য বিশ্বাস উৎপাদ্য তস্মিন্নেব তরুকোটরে স্থিতঃ।
অথ গচ্ছৎসু কালেষু বিড়ালঃ পক্ষিশাবকান্ ধৃত্বা বৃক্ষকোটরম্ আনীয় ভক্ষয়তি স্ম। অনন্তরং শাবকহীনাঃ বিহগাঃ সর্বতঃ অন্বেষণম্ অকুর্বন্ । তদ্বিজ্ঞায় বিড়ালঃ কোটরাৎ বহিরাগত্য পলায়িতঃ। অথ বিহগাঃ তরুকোটরে তেষাং শাবকানাম্ অস্থীনি প্রাপ্তবস্তুঃ। অনন্তরম্ ‘অনেনৈব জরদ্গবেন অস্মাকং শাবকাঃ ভক্ষিতাঃ’ ইতি নিশ্চিত্য পক্ষিণস্তং হতবন্তঃ ।
অনুশীলনী
শব্দার্থ :
কোটরে— গর্ভে। তেষাম্— তাদের। পক্ষিশাবকান্ পাখির বাচ্চাগুলোকে। আগত্য— এসে। হন্তব্যঃ- হত্যা করার যোগ্য। অপসর — সরে যাও। শাস্ত্রবচনৈঃ— শাস্ত্রবাক্যসমূহের দ্বারা। ধৃতা- ধরে। বিজ্ঞায় – জেনে। অস্থীনি – হাড়গুলো। অস্মাকম্ – আমাদের ।
ব্যাকরণ
সন্ধিবিচ্ছেদ :
কিঞ্চিৎ = কিম্ + চিৎ। তন্ত্রাগত্য = তন্ত্র্য + আগত্য। দূরমপসর = দূরম্ + অপসর। অস্মিন্নেব = অস্মিন্ + এব। অন্বেষণম্ = অনু + এষণম্। বহিরাগত্য = বহিঃ + আগত্য। অনেনৈব = অনেন + এব।
কারণসহ বিভক্তি নির্ণয় :
কোটরে— অধিকরণে ৭মী। তেষাম্— সম্বন্ধে ৬ষ্ঠী। জরদ্গবম্ – কর্মে ২য়া। শাস্ত্রবচনৈঃ — করণে ওয়া। কোটরাৎ— অপাদানে ৫মী। জরদ্গবেন — কর্তায় ৩য়া ।
ব্যাসবাক্যসহ সমাসের নাম :
পক্ষিশাবকান্-পক্ষিণাং শাবকাঃ (৬ষ্ঠী তৎ), তান্ । শাস্ত্রবচনৈঃ-শাস্ত্রাণাং বচনানি (৬ষ্ঠী তৎ), তৈঃ। বৃক্ষকোটরম্-বৃক্ষস্য কোটরম্ (৬ষ্ঠী তৎ)। তরুকোটরে-তরোঃ কোটরম্ (৬ষ্ঠী তৎ), তস্মিন্ ।
প্রশ্নমালা
সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) গৃধ্রের নাম ছিল জরদ্গব/হয়গ্রীব/ভঙ্গগ্রীব/মণিগ্রীব।
(খ) বিড়াল জরদ্গবের নিকট চেয়েছিল আশ্রয় /খাদ্য/পক্ষিশাবক/পানীয় ।
(গ) বিড়াল আশ্রয় পেয়েছিল গৃহস্থের বাড়িতে/বৃক্ষকোটরে/পর্বতকন্দরে/ঘরের চালে ।
(ঘ) বিড়াল খেয়েছিল ইঁদুর/পোকা/মাকড়সা/পক্ষিশাবক ।
(ঙ) ধূর্তকে/কৃতঘ্নকে/অজ্ঞাতকুলশীলকে/পাপীকে আশ্রয় দেওয়া উচিত নয়।
বাক্য গঠন কর :
বটবৃক্ষঃ, তস্মৈ, ধৃত্বা, পলায়িতঃ অনন্তরম্ ।
শব্দার্থ লেখ :
তেষাম্, আগত্য, বিজ্ঞায়, হতবান্, অস্থীনি ।
সন্ধি বিচ্ছেদ কর :
অন্বেষণম্, তত্রাগত্য, কিঞ্চিৎ, দূরমপসর, অনেনৈব।
কারণসহ বিভক্তি নির্ণয় কর :
শাস্ত্রবচনৈঃ, কোটরে, তেষাম্, কোটরাৎ, জরদ্গবেন
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
পক্ষিশাবকান্, বৃক্ষকোটরম্, শাক্রবচনৈঃ।
সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) জরদ্গব কোথায় বাস করত?
(খ) কিভাবে জরদ্গব বেঁচে থাকত?
(গ) বিড়াল জরদ্গবের নিকট কেন এসেছিল?
(ঘ) কিভাবে বিড়াল বৃক্ষকোটরে আশ্রয় নিয়েছিল?
(ঙ) বৃক্ষকোটরে থেকে বিড়াল কি করেছিল?
(চ) শাবকহীন পাখিরা কি করেছিল?
(ছ) কাকে আশ্রয় দেওয়া উচিত নয়?
আরও দেখুন :