রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

আজকে আমাদের আলোচনার  বিষয়-রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

চমস্কির Syntactic Structures (1957)-এর আবির্ভাবের পূর্বে ভাষাবিজ্ঞানের ময়দানটি ছিল মূলতঃ সংগঠনবাদীদের দখলে যারা বাগর্থবিদ্যার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। চমস্কিই প্রথম ঘোষণা করেন যে সামগ্রিক ভাষা সংগঠনে বাগর্থিক সংগঠনের একটি স্থান রয়েছে। বাগধিক তত্ত্ব সামগ্রিক ভাষিক তত্ত্বের একটি অংশ এবং সেই বাগার্থিক তত্ত্বের স্বরূপ সন্ধানই বাগর্থবিদদের কাজ।

যদিও চমস্কি তার রূপান্তরমূলক ব্যাকরণে বাক্যতত্ত্বের স্বনির্ভরতা ও বিচ্ছিন্নতার উপর জোর দেন তথাপি তিনি বাগার্থিক তত্ত্বায়নের সম্ভাবনাকে স্বাগত জানান। তিনি বলেন, “অন্য কথায় বিচ্ছিন্ন ও ব্যাকরণপ্রদর্শিত ভাষার বাক্যতাত্ত্বিক কাঠামো বাগধিক বর্ণনাকে সমর্থন করবে আমাদের তাই চাওয়া উচিত এবং রৌপিক সংগঠনের যে তত্ত্ব এমন ব্যাকরণের দিকে চালিত হয় যা এই প্রয়োজন আরো ভালোভাবে মিটায় তাকেই আমাদের স্বাভাবিকভাবে উচ্চমূল্য দেয়া উচিত ।” ”

 

রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

 

রূপান্তরমূলক ব্যাকরণে চমস্কি ভাষাকে দুটি স্তরে বিশ্লেষণ করার প্রস্তাব করেন অন্তবর্তী ও বহিঃবর্তী । – তিনি অন্তবর্তী স্তরের নাম দেন গভীর সংগঠন এবং বহিঃবর্তী স্তরের নাম দেন উপরি সংগঠন গভীর সংগঠন রূপান্তরমূলক নিয়মের মাধ্যমে উপরি সংগঠনের সাথে যুক্ত হয়।

 

রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

 

তিনি দেখান উপরি সংগঠনে দুটি বাক্য গভীর সংগঠনে একটি বাক্যের সাথে যুক্ত হতে পারে (সমার্থকতার ক্ষেত্রে) এবং উপরি সংগঠনে একটি বাক্য গভীর সংগঠনে দুটি বাক্যের সাথে যুক্ত হতে পারে (ছার্থকতার ক্ষেত্রে)। এ থেকে এটাই প্রমানিত হয় যে বাক্য বিশ্লেষণে অর্থের প্রাসঙ্গিকতা রয়েছে ।

চমস্কির Syntactic Structures -এ বাক্যতত্ত্বের সাথে বাগর্থতত্ত্বের সংযুক্তির কোন দিক নির্দেশনা ছিল না । ফলে অনেকেই নতুনভাবে তাত্ত্বিক রূপায়নে আত্মনিয়োগ করেন। তারা একদিকে বাক্যতত্ত্ব ও বাগর্থতত্ত্বের সম্পর্ক নির্ণয় এবং অন্যদিকে তার মাধ্যমে সামগ্রিক ভাষিক কাঠামোর ভিতর অর্থের স্থান পাকাপোক্তকরণে প্রয়াসী হন ।

 

রূপান্তরমূলক বাগর্থবিদ্যার পটভূমি

 

এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ক্যাটজ এবং ফোডর। ক্যান্স এবং ফোডরের যৌথ প্রয়াসে ১৯৬৩ সালে বের হয় The Structure of a Semantic Theory যা ব্যাখ্যামূলক বাগর্থবিদ্যার শুভসূচনা করে ।

আরও দেখুন:

 

Leave a Comment