সংজ্ঞা ও উদাহরণ

আমাদের আজকের আলোচনার বিষয় “সংজ্ঞা ও উদাহরণ”। যা “ব্যাকরণ” অধ্যায়ের অন্তর্ভুক্ত।

সংজ্ঞা ও উদাহরণ

 

সংজ্ঞা ও উদাহরণ

 

উপসর্গ ও নিপাত

উপসর্গ

উপেচ্চখং সঙ্গস্তীতি উপসগা।

নামিক ও আখ্যাতিক পদের পূর্বে যুক্ত হয়ে যারা বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে তাদেরকে উপসর্গ বলে।

উপসর্গ বিশটি। যথা :

প, পরা, নি, নী, উ, দু, সং, বি, অব, অনু, পরি, অধি, অভি, পতি, সু, আ, অতি, অপি, অপ, উপ । উপসর্গের উত্তর বিভক্তিসমূহ লোপ হয়। সুতরাং সকল বিভক্তিতে তাদের রূপ একই প্রকার। তাদের লিঙ্গ ও বচন নেই।

উপসর্গের গতি তিন প্রকার। যথা : –

কোন্ কোন্ উপসর্গ ধাতুর প্রকৃতিগত অর্থ বোধে বাধা জন্মায় ।

কোন্ কোন্ উপসর্গ ধাতুর অর্থের অনুসরণ করে।

  1. কোন্ কোন্ উপসর্গ ধাতুর অর্থ বিশেষভাবে প্রকাশ করে। যথা : :জি: প + √ভা = পভাতি; পরা = = পরাজেতি;

নি + √গম্ = নিগচ্ছতি; সং + Vঞা = সঞজানাতি;

বি + √বত্ত = বিবত্ততি; উপ + √নি = উপনাযতি;

অনু + √সর = অনুসরতি; অভি + √ভূ = অভিভবতি;

পরি + √বত্ত = পরিবর্ত্ততি; অধি + √গম্ = অধিগতো;

উ + Vঠা = উত্তিষ্ঠতি; নী + √হর = নীহরতি;

অব + √ঠা = অবতিষ্ঠতি; পতি + √দা = পতিদদাতি;

সু + √গম্‌ – সুগতো; আ + √গম্ = আগচ্ছতি; =

দু + √চর্ = দুচ্চরিতং; অপি + /দিব্ = অপিদিব্বেসু:

অতি + /রুচ্ = অতিরোচতি; অপ্ + √ মান্ = অপমানে ।

নিপাত

নিপাত শব্দগুলোর কোন পরিবর্তন হয় না। সকল অবস্থাতেই এদের রূপ সমান। নিম্নোদ্ধৃত গাথায় নিপাতের স্বরূপ বর্ণনা করা হয়েছে।

সদিসা যে তিসু লিংগেসু সব্বাস চ বিভক্তিসু। বচনেসু চ সব্বেসু তে নিপাতা’তি কিত্তিতা।

যেগুলো তিন লিংগে, সকল বিভক্তিতে ও দুই বচনে একই অবস্থাতেই থাকে তাদের নিপাত বলে। নিপাত শব্দ বহুল প্রচারিত। ইংরেজি ব্যাকরণে যা Adverb, Preposition, Conjunction, Interjection নামে অভিহিত, পালি ব্যাকরণে সেগুলোকে নিপাত বলা হয়। নিম্নে কয়েকটি নিপাত শব্দ দেওয়া হল ঃ-

অচ্ছ, ষে, হিয্যে, ইদানি, যদা, তদা, কদা, সদা, সদা, রত্তিং, দিবা, চিরং, সাযং, পাতো, ইধ, তত্ত, কথ, কুছ, কুহিং, সঞ্জু, অপরজ্জু, ইতো, কুতো, কথং, এবং, কমা, কিমখং খিপ্পং, ধীরং পুন, বিয় তুহি, তুতি, অদ্ধা, নূন, অপ্লেব, অপ, পি, সং, সামং, খো, খলু, বত, অথ, না, ন, ইতি, হন্দ ইত্যাদি।

 

সংজ্ঞা ও উদাহরণ

 

নিম্নে নিপাতঘটিত কয়েকটি বাক্যের উদাহরণ দেওয়া হল:

ন (না) – মিচ্ছা ন বদে। – মিথ্যা বলবে না।

মা (না) – মা ভাবি। – ভয় কর না।

অলং (নিষ্প্রয়োজন) অম্লং তে ইধ বাসেন। তাদের এখানে বাস করার প্রয়োজন নেই।

হেট্‌ঠা (নিচে) — রাজা হেট্ঠা পাসাদে নিসীদি। – রাজা নিচের প্রাসাদে বসেছিলেন।

অন্তরা (মধ্যে) – অন্তরা রাজাগহং অন্তরা সাবপ্রিযং। রাজগৃহ ও শ্রাবস্তীর মাঝখানে ।

কীব (কত)

সন্ধিং (সঙ্গে)

ধ্রুবং (নিশ্চয়ই

ধ্রুবং বুদ্ধো ভবিস্‌সতি ।

নিশ্চয়ই বুদ্ধ হবেন।

নিচ্চং (নিত্য)

– নিচ্চং মেত্তচিত্তেন বিহারিতং ।

নিত্য মৈত্রীচিত্তে অবস্থান করবে।

কির (কথিত)

– তদা ব্রাহ্মণ বুদ্ধ সাসনে পৰ্ব্বজি।

কথিত আছে, ব্ৰাহ্মণ বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েছিল।

আহো, আচারিয়া নাম মহন্তা ।

অহো (অহো)

ওহো! আচার্যেরা কত মহৎ।

নিসায় ( নিকটে )

কীব দূর ইতো নালকারগামো? নালকার গ্রাম এখান থেকে কতদূর?

ভগবা ভিক্ষুসঙ্ঘেন সন্ধিং গামং পবিসি।

ভগবান ভিক্ষুসংঘের সাথে গ্রামে প্রবেশ করলেন।

– সখা সাবথিযং নিসা জেতবনে বিহরতি।

– বন্ধু শ্রাবন্তীর পাশে জেত বনে বাস করে।

অনুশীলনী

(ক) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১।উপসর্গ কয়টি ও কী কী?

২। নিপাত কাকে বলে? কয়েকটি নিপাতের উদাহরণ দাও।

.৩। উপসর্গ ও নিপাতের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

(খ) সংক্ষেপে উত্তর দাও :

১।উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও।.

২।পাঁচটি উপসর্গ দিয়ে এক একটি শব্দ তৈরি কর.

৩।দশটি নিপাতের উদাহরণ দাও।

(গ) নিচের নিপাতগুলো দিয়ে এক একটি বাক্য রচনা কর :

ন, মা, অলং, হেট্‌ঠা, সম্পিং, ধুবং, নিচ্চং।

 

সংজ্ঞা ও উদাহরণ

 

(খ) সঠিক উত্তরে টিক (/) চিহ্ন দাও :

১।উপসর্গের গতি কয় প্রকার?

ক. দু’প্রকার

খ. চার প্রকার

গ. তিন প্রকার

ঘ. পাঁচ প্রকার

২। গম্ ধাতুর উপসর্গ কোনটি?

ক. নীহরতি

খ. বিবস্তুতি

গ. দুচ্চরতি

ঘ. নিগচ্ছতি

৩। ‘অসং’ শব্দের অর্থ কী?

ক. নিষ্প্রয়োজন

घ. বিজানন

গ. প্রজনন

 

আরও দেখুনঃ

Leave a Comment